বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন
বিআরবি ক্যাবলস বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে বিশাল জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে ফাইনালে স্থান করে নিলো মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের পর বোলিং সাইডেও অসাধারণ নৈপুন্যে সাকিবের রংপুর রাইডার্সকে গুড়িয়ে দিয়েছে তারা। পাকিস্তানি আশার জায়িদির অলরাউন্ড পারফরম্যান্স ৭১ রানের এই বিশাল জয়ে অন্যতম ভূমিকা রাখে।
টসে হেরে ব্যাট করতে নামা কুমিল্লার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রানের স্কোরটির পাশাপাশি বল হাতেও নেন ৪ উইকেট। এছাড়াও আবু হায়দারও ৪ উইকেট শিকার করেন। ইমরুল কায়েসের ৪৮ বলে করা ৬৭ রানের ঝড়ো ইনিংসটি কুমিল্লাকে বড় সংগ্রহ এনে দেয়। ১৬৪ রানের চ্যলেঞ্জিং স্কোরের জবাবে ব্যাট করতে নেমে ১৭ ওভারের মধ্যেই মাত্র ৯১ রান করে থেমে যায় রংপুর।
রংপুরের সর্বোচ্চ স্কোরটি ২৫ রানের। যা করেন উদ্বোধন করতে নামা ল্যান্ড সিমন্স। পরের স্কোরটি ১২ ও ১১ রানের, যা করেছেন যথাক্রমে মোহাম্মদ নবী ও থিসারা পেরারা। এছাড়া আর কোন ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পারেননি। আবু হায়দার ও আশার জায়দীর মোট আট উইকেট লাভের পাশে ১ করে উইকেট নেন অধিনায়ক মাশরাফি ও এন্ড্রু রাসেল। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ইমরুল কায়েসের ৬৭ ও আসহার জাইদীর ১৫ বলে ৪০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৬৩ রান করে কুমিল্লা।
টসে হেরে ব্যাট করতে নেমে কুমিল্লাকে দারুণ সূচনা এনে দেন ইমরুল কায়েস ও লিটন দাস। ওপেনিং জুটি থেকে আসে ৭৯ রান। পাওয়ার প্লের প্রথম ছয় ওভার কাজে লাগিয়ে ৪৬ রান সংগ্রহ করেন তারা। দলীয় ৭৯ ও ব্যক্তিগত ২৮ রানে লিটন দাস আউট হলেও থেমে থাকেননি ইমরুল। ৩৫ বলে ছয়টি চার ও একটি ছয়ে তুলে নেন ফিফটি।
পেরেরার বলে কট এ্যান্ড বোল্ড হবার আগে ৪৮ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৬৭ রান করেন তিনি। দলের রানের গতি আরো বাড়াতে ওয়ান ডাউনে খেলতে নামেন অধিনায়ক মাশরাফি। বিগ হিট করতে গিয়ে মাত্র ১ রানে সাকিব দুর্দান্ত এক ক্যাচে পরিণত হন তিনি।
রংপুর রাইডার্সের বোলার থিসারা পেরোরা দ্রুত পাঁচটি উইকেট তুলে নিলে রানের গতি খানিকটা কমে যায় কুমিল্লার। শেষ দিকে আসহার জাইদীর ১৫ বলে চারটি চার ও দু’টি ছয়ে ৪০ রান দলকে ১৬৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সহায়তা করে।
মন্তব্য করুন