বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:০৩ পূর্বাহ্ন

ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ের অপ‎‎হ্নত ছাত্রী ১ দিন পর উদ্ধার

ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ের অপ‎‎হ্নত ছাত্রী ১ দিন পর উদ্ধার

অনলাইন বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক ঃ

ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর এক ছাত্রীকে অপহরণের ১দিন পর এলাকাবাসী উদ্ধার করে পিতার জিম্মায় দিয়েছে। এ ঘটনাটি ঘটেছে গত ২০ সেপ্টেম্বর। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চলছে হৈচৈ।
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের ফিরোজ আহমদের কন্যা ও ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী তানিয়া প্রতিদিনের ন্যায় গত ২০ সেপ্টেম্বর সকালে পায়ে হেটে ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। গ্রাম থেকে বের হয়ে মহা সড়কে উঠার পূর্বে একই গ্রামের ডাঃ বাবুল দে এর পুত্র রনি দে তার মোটর সাইকেলটি দিয়ে উক্ত ছাত্রীর পথ গতিরোধ করে টেনা হেছড়া করে মোটর সাইকেলে তোলে রামু উপজেলায় তার এক আত্মীয়ের বাড়ীতে নিয়ে যায়। এ সংবাদ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে জানা জানি হলে রনির পিতা ও তার আত্মীয় স্বজনকে বিষয়টি অবগত করান। সাথে সাথে রনির পিতা ও তার আত্মীয় স্বজনরা দিনভর খুজাখুজি করার পর ঐ দিন সন্ধায় রামু থেকে উক্ত ছাত্রীকে উদ্ধার করে স্থানীয় মেম্বারের মাধ্যমে উক্ত ছাত্রীর পিতার ফিরোজ আহমদের কাছে হস্তান্তর করে। এ নিয়ে চলছে এলাকায় চাপা ক্ষোভ আর হতাশা। এদিকে ২১ সেপ্টেম্বর সন্ধায় ছাত্রীর পিতা ফিরোজ আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, হিন্দু পরিবারের সাথে অনাকাংখিত ঘটনা ঘটায় আমি দুঃখিত। তিনি আরো জানান, এলাকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রহিমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের মধ্যস্ততায় ২২ সেপ্টেম্বর উক্ত ঘটনা মিমাংশা করার আশ্বাস দেয়ায় তিনি থানায় এখনো অভিযুক্তের বিরুদ্ধে জিডি বা মামলা করেনি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM