বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া ক্যামেরাপার্সন এসোসিয়েশনের প্রতিষ্টাবার্ষিকী উদ্যাপন

কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া ক্যামেরাপার্সন এসোসিয়েশনের প্রতিষ্টাবার্ষিকী উদ্যাপন

অনলাইন বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্ত॥

মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাওয়ার প্রত্যয়ধারনকারী সংগঠন কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া ক্যামেরাপার্সন এসোসিয়েশন (কেমকা’র) তৃতীয় প্রতিষ্টাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার পৌর আওয়ামীলীগ সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, সিনিয়র সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, জেলা যুবলীগ সভাপতি খোরশেদ আলম, কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম লিপু, হোটেল মোটেল গেষ্ট হাউস মালিক সমিতির নেতা শফিকুর রহমান কোম্পানী। এছাড়া কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া ক্যামেরাপার্সন এসোসিয়েশন পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ওমর খাঁন।

অনুষ্ঠানের শুরুতে কক্সবাজারের ভিডিও জগতে অনন্য অবদানের স্বীকৃতি সরূপ বিটিভি’র সিনিয়র চিত্র সাংবাদিক রোতাব চৌধুরী ও একুশে ভিডিও’র সত্বাধিকারী ফজল কাদের নুরীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম হেলালী, দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশিদ, কক্সবাজার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী ও জেলা ছাত্রদলের সভাপতি রাশেদ, আরটিভি প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, মোহনা টিভি প্রতিনিধি আমানুল হক বাবুল, মানবজমিনের রাসেল চৌধুরী, বৈশাখী টিভির শফিউল্লাহ শফি, এস.এ টিভি প্রতিনিধি আহসান সুমন, একাত্তর টিভি প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু, এশিয়ান টিভি শহিদুল ইসলাম, মোহনা টিভি‘র আমিনুল হক আমিন, বিডি নিউজের শংকর বড়–য়া রুমী, চ্যানেল টোয়েন্টিফোরের ইসমত আরা ইসু, আরটিভি’র জসিম উদ্দিন, কক্সবাজার মিডিয়া অপারেটরস এসোসিয়েশনের সভাপতি বেলাল আহমদ ও সাধারণ সম্পাদক লোকমান হাকিম, ইলেক্ট্রনিক মিডিয়া ক্যামেরাপার্সন এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মামুন, অর্থ সম্পাদক বাবু কান্তি দে, প্রচার সম্পাদক মোঃ ইউনুছ, দপ্তর সম্পাদক প্রকাশ কান্তি দে, সদস্য মোহাম্মদ সেলিম, ওসমান, ফরাজ, মেহেদী প্রমুখ। পরে টেলিভিশন এবং প্রিন্ট মিডিয়ায় কর্মরত সংবাদকর্মী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে কেককেটে বর্ষপূর্তি উদযাপন ও অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM