মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক
শীত মৌসুম আসতে না আসতেই অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চল। সাধারণত শীত প্রধান দেশ সাইবেরিয়া,চীন,মঙ্গোলিয়া,নেপাল,মধ্য এশিয়াসহ আরো অনেক দেশ থেকে আসে বিভিন্ন প্রজাতির এসব অতিথি পাখি এখন বাসা বেধেছে কক্সবাজারের উপকূলীয় প্যারাবন ও গ্রামাঞ্চলের গাছ-গাছালিতে।
উপকূলীয় এলাকা খ্যাত টেকনাফ,সেন্টমার্টিন,মহেশখালী,সোনাদীয়া,কুতুবদিয়াসহ জেলার অপরাপর এলাকাগুলোতে এ শীতকালীন সময়ের অতিথি পাখি আকাশে উড়াউড়িতে দিবারাত্রি সরগরম থাকতে দেখা যায়। এসব এলাকার অগভীর স্থানে ঝাঁকে ঝাঁকে দল বেঁধে প্রতিনিয়ত বসছে পাখির দল। এদের মধ্যে রয়েছে কানা বক,পানকৌড়ি,ডাহুক,মাছরাঙ্গা,গাংচিল,শঙ্ঘচিল,পাতিহাস,বালিহাস। কম পানিতে বিচরনকারী ছোট মাছ এদের প্রধান খাদ্য।
অতিথিদের কলকাকলিতে মুখরিত পুরো কক্সবাজার জেলার উপকূলীয় এলাকা। আর অতিথিদের বরণ করে নিতে পাখির প্যারাবন যেন সেজেছে প্রকৃতির এক অপূর্ব সাজে। পাখিগুলোর স্বাধীন বিচরণ দেখে মনের মধ্যে অন্য রকম অনুভূতির সৃষ্টি হয়।
মন্তব্য করুন