বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন

নির্বাচনের প্রাক্কালে নির্বিচারে গণগ্রেপ্তার চলছে: রিজভি

নির্বাচনের প্রাক্কালে নির্বিচারে গণগ্রেপ্তার চলছে: রিজভি

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স

“আগামী ৩০ ডিসেম্বর ২৩৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের প্রাক্কালে নির্বিচারে গণগ্রেপ্তার চলছে। সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে বিএনপি ও ২০-দলীয় জোটের নেতাকর্মীদের প্রতিনিয়ত আটক করা হচ্ছে। এতে নির্বাচনী পরিবেশ নির্মল ও স্বচ্ছতার পরিবর্তে পূতিগন্ধময় হয়ে উঠেছে। সারা দেশে ভীতিকর পরিস্থিতি এখন বিরাজমান।”

আজ শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, “প্রশাসনের নাকের ডগায় পৌর নির্বাচনের বারোটা বাজিয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে। প্রতিনিয়ত মন্ত্রী-এমপিরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। নির্বাচন কমিশনের সতর্কতা উপেক্ষা করে মন্ত্রী-এমপিরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নির্বাচন কমিশন কারণ দর্শনোর নোটিশ দিয়েই দায়িত্ব সীমাবদ্ধ রেখেছে।”

নির্বাচন কমিশেনর উদ্দেশে বিএনপির সদ্য কারামুক্ত এই নেতা বলেন, “আগামী পৌরসভা নির্বাচন নিয়ে সরকারের অশুভ অপকর্মের সঙ্গে গাঁটছড়া বেঁধে নিজের আত্মা ও নীতিবোধকে কলঙ্কিত হতে দেবেন না। আর যদি ক্ষমতাসীন মহলের প্রদর্শিত পথ ধরেই হাঁটেন তাহলে ইতিহাসে আপনারা ধান্দাবাজ বলেই অভিহিত হবেন।”


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM