বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৩০ অপরাহ্ন

নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়ায় ইসরাইলের স্বর্ণ রপ্তানি

নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়ায় ইসরাইলের স্বর্ণ রপ্তানি

অনলাইন বিজ্ঞাপন

আন্তর্জাতিক ডেক্স

জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসরাইল উত্তর কোরিয়ায় রপ্তানি করেছে লাখ লাখ ডলার মূল্যের স্বর্ণ। গতকাল বৃহস্পতিবার ইসরাইলের পার্লামেন্ট কমিটির বরাত দিয়ে ইসরাইলের সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, ২০০৬ সালে জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের পর ইসরাইল চার লাখ মার্কিন ডলার মূল্যের স্বর্ণ উত্তর কোরিয়ায় রপ্তানি করেছে এমন কথা জানার পর নেসেটস ইকোনমিক কমিটি জানায়, তারা এ কর্তৃত্ববাদী রাষ্ট্রের বাণিজ্যের ওপর বিধিনিষেধ জোরদার করবে। দেশটির কর কর্মকর্তা ডেভিড হুরি গত বুধবার এক কমিটির শুনানিতে বলেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের পর কয়েক বছরে এসব স্বর্ণ রপ্তানি করা হয়।

ওই কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে বিস্তারিত কিছু উল্লেখ না করলেও সাম্প্রতিক বছরগুলোতে নিষিদ্ধ অন্যান্য পণ্যও রপ্তানি করা হয়। মুখপাত্র লিওর রোটেমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ওই মুখপাত্র নিশ্চিত করেছেন যে ওই কমিটি ২০০৬ সালের নির্দেশনা বাস্তবায়নে নতুন করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM