শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন

দুই কোরিয়ার মধ্যে উচ্চপর্যায়ের বিরল আলোচনা অনুষ্ঠিত

দুই কোরিয়ার মধ্যে উচ্চপর্যায়ের বিরল আলোচনা অনুষ্ঠিত

অনলাইন বিজ্ঞাপন

আন্তর্জাতিক ডেক্স

উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শুক্রবার উচ্চপর্যায়ের দুর্লভ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষ অচল হয়ে থাকা আন্তসীমান্ত কর্মসূচি চালু করতে কিছু ছাড়ের কথা বিবেচনা করছে।

সীমান্তের উ. কোরীয় অংশে যৌথ শিল্প এলাকা কায়েসংয়ে ভাইস মিনিস্টার পর্যায়ের এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিভক্ত উপদ্বীপে আকাশচুম্বী সামরিক উত্তেজনা হ্রাসে গত আগস্টে আলোচনার ফলশ্রুতিতে এ বৈঠক হয়েছে। প্রায় দুই বছর সর্বশেষ এ ধরনের একটি বৈঠক হয়েছিল।

সিউলে গবেষণাধর্মী প্রতিষ্ঠান সেজং ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চেয়ং সেয়ং-চ্যাং বলেন, ‘আগামী বছর আন্তকোরীয় সম্পর্ক কোন পথে যাবে তার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে এই আলোচনা।’

দুই কোরিয়ার মধ্যে যেকোনো ধরনের আলোচনা ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানানো হলেও কোনো ধরনের উল্লেখযোগ্য অগ্রগতি নাও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবারের বৈঠকে দক্ষিণের পক্ষে সিউলের একত্রীকরণ মন্ত্রণালয়ের উপপ্রধান হাং বো-গি এবং উত্তরের পক্ষে কোরিয়ার শান্তিপূর্ণ একত্রীকরণ কমিটির সহপরিচালক জন জং-সু অংশ নেন।

সিউল ছাড়ার আগে হাং বলেন, ‘বৈঠকে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হবে। সমস্যা সমাধানে আমরা সর্বোত্তম চেষ্টা করবো।’


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM