সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন

আসাদ সরকারই ‘কিনছে’ আইএসের তেল

আসাদ সরকারই ‘কিনছে’ আইএসের তেল

অনলাইন বিজ্ঞাপন

আন্তর্জাতিক ডেক্স
আইএসের (ইসলামিক স্টেট) তেল তুরস্কে যাচ্ছে বলে অভিযোগ তুলেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তুরস্ক দিয়ে তেল পাচারের কথা বলা হলেও সংগঠনটির বিক্রি করা তেলের মূল ক্রেতা রাশিয়ার মিত্র আসাদ সরকার বলে উল্লেখ করা হয়েছে। খবর রয়টার্সের।যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা অ্যাডাম জুবিন গত বৃহস্পতিবার বলেন, ‘আইএসআইএল যোদ্ধারা তেল বিক্রি করে প্রতিদিন প্রায় ৪ কোটি মার্কিন ডলার আয় করে থাকে।’

লন্ডনের চাথাম হাউসে তিনি বলেন, ‘(সিরিয়ার) আসাদ সরকারের কাছে বিপুল পরিমাণ তেল বিক্রি করে থাকে আইএসআইএল। তারা একে অপরকে হত্যার চেষ্টা করলেও কোটি কোটি ডলারের তেল বাণিজ্যে জড়িত রয়েছে।’

শুধু আসাদ সরকারই নয়, আইএসের কিছু তেল কুর্দি অঞ্চল ও তুরস্কেও যায় বলে উল্লেখ করেছেন তিনি।

আইএসের কাছ থেকে সুবিধা গ্রহণ করায় তেল বাণিজ্যের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানানো সত্ত্বেও অনেক স্থানেই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।

সম্প্রতি সিরিয়া সীমান্তে আকাশসীমা লঙ্ঘনের দায়ে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করে তুরস্ক। নিরাপত্তা রক্ষায় তুরস্কের এ আচরণের প্রতি সমর্থন ব্যক্ত করেন জুবিন। একই সঙ্গে এটা তুর্কি সীমান্ত দিয়ে সন্ত্রাসী ও তেল পাচার বন্ধে ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

জুবিন বলেন, ‘কোনো সন্দেহ নেই যে, অধিকতর নিরাপত্তার জন্য তুর্কি সীমান্ত নিয়ে পাচার বন্ধ করা জরুরি। আমরা আশা করছি তুরস্ক এ ক্ষেত্রে আরও বেশি ভূমিকা রাখবে।’

তিনি বলেন, ‘এটা শুধু আর্থিক বিষয় নয়— বিদেশি সন্ত্রাসীদের যাতায়াত, অস্ত্রের চালান ও অর্থের যোগান বন্ধে এটা গুরুত্বপূর্ণ। আমি মনে করি, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার চলমান উত্তেজনা ও হুমকি কমাতেও ভূমিকা রাখবে।’

২০১৪ সালে ইরাক ও সিরিয়ার অনেক অঞ্চল দখল করে ‘খিলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দেয় আইএস। এরপরই সংগঠনটিকে দমনে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালানো শুরু করে।

সম্প্রতি আইএসসহ সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীদের দমনে দেশটিতে আলাদাভাবে বিমান হামলা শুরু করেছে রাশিয়া। এ ছাড়া আইএস দমনে হামলা জোরদার করেছে ফ্রান্স ও যুক্তরাজ্য।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM