শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:১৭ অপরাহ্ন
বিনোদন ডেক্স
মুম্বাইয়ে ২০০২ সালের গাড়ি চাপা মামলার সব অভিযোগ থেকে রেহাই পাওয়ার পর উচ্চ আদালতের রায় নিয়ে মুখ খুলেছেন ভারতীয় অভিনেতা সালমান খান। বলিউডের এই সুপারস্টার বলেন, আদালতের রায়কে বিনয়ের সঙ্গেই গ্রহণ করেছেন তিনি।
বৃহস্পতিবার তিনি টুইট করেন, “আদালতের এই রায়কে আমি নম্রতার সঙ্গে মেনে নিচ্ছি। আমি ধন্যবাদ জানাই আমার পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তদের, তাদের সমর্থন এবং আশীর্বাদের জন্য।”
মুম্বাইয়ে গাড়ি চাপা দেয়ার মামলায় যাবতীয় অভিযোগ থেকে সালমানকে অব্যাহতি দিয়েছে বোম্বে হাইকোর্ট। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় ঘটে যাওয়া সে গাড়ি দুর্ঘটনায় একজন মারা যান, আহত হন তিন জন।
বহুল প্রতীক্ষিত এই রায় ঘোষণা করে বিচারক এ আর জোশি বলেন, সালমানকে সন্দেহাতীতভাবে দোষী প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বাদী পক্ষ।
রায়ের দিন সকালে নতুন সিনেমা ‘সুলতান’-এর শুটিং করছিলেন সালমান। শুটিংয়ের ফাঁকেই আদালতের অধিবেশনে অংশ নেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রায় শোনার আগ পর্যন্ত কোনো ধরনের ভাবান্তর দেখা যায়নি তার চেহারায়। কিন্তু রায় ঘোষণার পর কাঠগড়ায় দাঁড়িয়ে চোখ মুছতে থাকেন সালমান।
সেদিন আদালতের অধিবেশনে সালমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার বাবা সেলিম খান, তার বোন ও ভাইরা।
মন্তব্য করুন