মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৬:১৮ পূর্বাহ্ন
বিনোদন ডেক্স
প্রথমে পর্নস্টার তারপর বলিউডের হার্ট থ্রব। কীভাবে এই অসাধ্য সাধন করলেন সানি লিওন তাই এবার দেখা যাবে বড় পর্দায়। তবে বাণিজ্যিক সিনেমায় নয়, সানিকে নিয়ে তথ্যচিত্র বানাতে চলেছেন পরিচালক দিলিপ মেহেতা। এই তথ্যচিত্রে প্রথমেই উঠে আসবে সানির পূর্ব পরিচয়ের নানা অজানা তথ্য।
সানি লিওন হওয়ার আগে এই বলিউড তারকার নাম ছিল করণজিৎ কওর বোরা। কানাডার শিখ পরিবারের করণজিৎ কীভাবে সানি হলেন এই সমস্ত বিষয়ও থাকবে তথ্যচিত্রে।
বলিউডে প্রবেশের পর থেকে সবচেয়ে বেশিবার গুগল সার্চ ইঞ্জিনে যাদের খোঁজা হয়েছে সেই তালিকার শীর্ষে আছেন সানি। সম্প্রতি ‘সুপারগার্ল ফ্রম চায়না’ গানের মাধ্যমে বলিউডে সাড়া ফেলেছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে সেক্স কমেডি ছবি ‘মাস্তিজাদে’
মন্তব্য করুন