শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

টেকনাফে অবৈধ মোটর সাইকেলের ছড়াছড়ি ঃ দূর্ভোগে জনগণ

টেকনাফে অবৈধ মোটর সাইকেলের ছড়াছড়ি ঃ দূর্ভোগে জনগণ

অনলাইন বিজ্ঞাপন

ফয়েজুল ইসলাম রানা, টেকনাফ 

মোটর সাইকেল মহড়ায় আবারও সগরম হয়ে উঠেছে সীমান্ত শহর টেকনাফ। পর্যটকদের ভরা মৌসুমে মোটর সাইকেলের মহড়ায় প্রভাব পড়েছে পর্যটকদের উপর। স্থানীয় লোকজন জানায়, টেকনাফ উপজেলা ও পৌরসভা শহরের সড়ক সমূহে দিনের বেলায় মোটর সাইকেলের সংখ্যা কম থাকলেও রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে মোটর সাইকেলের সংখ্যা। যা ভোর রাত পর্যন্ত চলে। এ সমস্ত মোটর সাইকেলের যেমনি গতিবেগ তেমনি হরণ।

সড়কের পাশের লোকজনদের ঘুম হারাম করে তোলে। গভীর রাতে এত মোটর সাইকেলের সংখ্যা বাড়ানোর কারন কি?। অনুসন্ধানে জানা গেছে ইয়াবা পাচার কাজে এ সমস্ত মোটরসাইকেল বের হচ্ছে। কেহ আবার ইয়াবার চালান পৌছে দিচ্ছে আবার কেহ চালানের সাথে পাহারা হিসেবে টহল দিচ্ছে। এদের মোটরসাইকেলের চালক সহ আরোহী থাকে ২ হতে ৩জন। সবায়ের বয়স ২৫ বছরের নিচে।

এমনকি ১০/১২ বছরের কিশোর পর্যন্ত রয়েছে। সূত্রে জানা গেছে এসমস্ত মোটরসাইকেলের ৮০শতাংশের কোন লাইসেন্স নেই। নেই ডাইভিং লাইসেন্স ও  ব্লু-বুক পর্যন্ত নেই ইত্যাদি। এ ছাড়া মোটরসাইকেল ২শ হতে ৩শ সিসি পর্যন্ত। যা সড়কে চালানো বিআরটিসি ম্যানুয়েল অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। দিনের বেলায় ট্রাফিক পুলিশগণ মাঝে মধ্যে মোটরসাইকেল অভিযান পরিচালনা করলেও রাতের বেলায় কোন সংস্থা এ গুলো প্রতিরোধ না করায় তা দিন দিন বেপোয়ারা হয়ে উঠেছে। অতীতে বিজিবির টহল দল এ সমস্ত মোটরসাইকেলের বিরুদ্ধে পরিচালনা করে সকলের প্রশাংসা অর্জন করে ছিলেন। হ্রাস পেয়েছিল ইয়াবার ব্যবসা।

তা বন্ধ হয়ে পড়ায় আবার ইয়াবা ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠেছে। স্থানীয় সচেতন মহল অতীতের ন্যায় বিজিবি কর্তৃক মোটরসাইকেল অভিযান পরিচালনা করলে ইয়াবা ব্যবসা যেমনি হ্রাস পাবে তেমনি সাধারণ পথচারীগণ দূর্ঘটনা থেকে রক্ষা পাবে। সড়কের পাশে অবস্থিত লোকজন শান্তিতে ঘুমাতে পারবে। আইনশৃঙ্খলার উন্নতি হবে। তাই এ ব্যাপারে অতীতের ন্যায় দিবা-রাত্রী অবৈধ মোটরসাইকেল অভিযানে বিজিবিকে দায়িত্ব প্রদানের জন্য ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আলহাজ্জ আবুজার আল জাহিদের হস্তক্ষেপ কমনা করেছেন টেকনাফ এলাকার  সচেতন মহল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM