সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন
নিয়ম অনুযায়ী ওই মনোনয়ন পত্রে স্বাক্ষর করেছেন দলীয় প্রধান ও সরকার প্রধান শেখ হাসিনা। যেহেতু একই জায়গায় একাধিক মনোনয়ন পত্র দাখিল করা হলে সবগুলোই বাতিল হয়ে যাবে তার পরও সেখানে মনোনয়নপত্র আবার দাখিল করা হয়েছে এবং স্থানীয় রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেছেন।
তিনি এখনও কোনো সিদ্ধান্ত দেননি। সিদ্ধান্তের জন্য নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। আমরা মনে করি দলীয় প্রধান ও সরকার প্রধান নিজেই নির্বাচনের এই বিধি ভেঙ্গেছেন এবং তার হাত দিয়েই নির্বাচনে অনিয়মের সূচনা হয়েছে। তাই এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব হবে না।
মন্তব্য করুন