মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৭:৫৬ অপরাহ্ন

কক্সবাজারকে শান্তি ও সম্প্রীতির মডেল শহর হিসেবে গড়ে তোলা হবে-ভারপ্রাপ্ত মেয়র মাবু

কক্সবাজারকে শান্তি ও সম্প্রীতির মডেল শহর হিসেবে গড়ে তোলা হবে-ভারপ্রাপ্ত মেয়র মাবু

অনলাইন বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি

হিন্দু সম্প্রদায়ের অবহেলিত মঠ-মন্দিরের উন্নয়নে পৌরসভার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়ে কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী বলেছেন-পর্যটন নগরীতে সকল সম্প্রদায়ের মানুষ সহাবস্থানের মধ্য দিয়ে বাস করবে। তিনি বলেন-প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে দায়িত্ব দিয়েছে কাজ করার জন্য, তবে কোন অন্যায় করবেন না। আর এরই নিরিখে কক্সবাজার শহরকে জেলার শান্তি ও সম্প্রীতির ঐতিহ্যের একটি মডেল হিসেবে গড়ে তোলা হবে। ভারপ্রাপ্ত মেয়র পর্যায়ক্রমে শহরের অবহেলিত মঠ-মন্দির ও শ্মশানের উন্নয়ন কাজ সম্পন্ন করার প্রতিশ্রæতি দেন। ভারপ্রাপ্ত মেয়র ৮ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় লালদিঘীর পাড়স্থ ব্রাহ্ম মন্দির প্রাঙ্গনে জেলা পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে দেয়া সংবর্ধনার জবাবে উপরোক্ত কথা বলেন। জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল শর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা সভায় আরো বক্তব্যে রাখেন-জেলা পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্ঠা দুলাল কান্তি চক্রবর্তী, সহ-সভাপতি পৌর কাউন্সিলর রাজ বিহারী দাশ, অধ্যাপক অজিত দাশ, অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, কর্মকর্তা এডভোকেট তাপস রক্ষিত, দীপক শর্মা দীপু। উপস্থিত ছিলেন-কক্সবাজার পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নজিবুল ইসলাম, চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, জেলা পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্ঠা রাজ বিহারী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক স্বরূপম পাল পাঞ্জু, কর্মকর্তা অলোক ভট্টাচার্য্য, বেন্টু দাশ, বিশ্বজিত পাল বিশু, দীপ্তি শর্মা, স্বপন দাশ, বিপ্লব মল্লিক, বলরাম দাশ অনুপম, খোকন দাশ, জনি ধর, মিলন দাশ, মিটন পাল, সদর উপজেলার সভাপতি দীপক দাশ, সাধারণ সম্পাদক এড. বাপ্পী শর্মা, কক্সবাজার পৌর কমিটির সভাপতি ডাঃ চন্দন কান্তি দাশ, সাধারণ সম্পাদক স্বপন গুহ, চকরিয়া উপজেলার আহবায়ক তপন কান্তি দাশ, শাওন চক্রবর্তী জনি, রুপন মল্লিক, দুলাল দাশ, সুবীর চৌধুরী প্রমুখ। সভার শুরুতে জেলা, সদর ও পৌর পূজা কমিটির পক্ষ থেকে ক্রেস্ট এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত অতিথি ভারপ্রাপ্ত পৌর মেয়র মাহাবুবুর রহমান মাবুকে সংবর্ধিত করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM