বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:৫৬ পূর্বাহ্ন

পানি খাওয়াকে কেন্দ্র করে মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা

পানি খাওয়াকে কেন্দ্র করে মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা

অনলাইন বিজ্ঞাপন

ছবি-নিহত সোহেল।

 

 

মহেশখালী প্রতিনিধি

পানি খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশি সোহেল (২২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে। এসময় গুলিতে আহত হয়েছে অন্তত আরো ৪ জন। তাদেরকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ১৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টায় মহেশখালী উপজেলার বড় মহেশখালীর মগরিয়া কাটায় এঘটনা ঘটে।

নিহত সোহেল স্থানীয় মগরিয়া কাটার ওসমান গণির ছেলে। আহতরা হলেন লোকমান, নুরুল হক, মতিউর রহমান ও এমরান।

মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, ১৫ নভেম্বর সন্ধ্যায় ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন চায়ের দোকানে পানি খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় এহাসানের সাথে সোহেল’র মধ্যে কথা-কাটাকাটি হয়। এর সূত্র ধরে আজ ১৬ নভেম্বর সকালে আবারও উভয় পক্ষের মধ্যে সংর্ঘর্ষ হয়৷ এক পর্যায়ে এহাসানের নেতৃত্ব আবুল হোসেন, মাছন, মান্নান, মোবারকের নেতৃত্বে আরও কয়েকজন সন্ত্রাসী এসে সোহেলকে গুলি করে হত্যা করে এবং আরও ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

ছবি-আহত দুই ব্যক্তি।

নিহতের পরিবারের দাবি- এহাসানের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী এসে হামলা করেন। এক পর্যায়ে সোহেলকে খুবই কাছ থেকে গুলি করে এহাসান। এতে ঘটনাস্থলেই মারা যায় সোহেল।

এবিষয়ে মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, পানি খাওয়াকে কেন্দ্র করে সোহেল নামে এক যুবককে হত্যা করা হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তবে এঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এদিকে নিহত ও আহতের স্বজন ও উত্তেজিত জনতা হামলা চালিয়েছে অভিযুক্ত এহসানের বাড়ি ভাংচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM