বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:১০ পূর্বাহ্ন

রশ্মি পেচিয়ে হত্যা করা হয় আবচারকে

রশ্মি পেচিয়ে হত্যা করা হয় আবচারকে

অনলাইন বিজ্ঞাপন

ছবি-নুরুল আবচার। ফেইসবুক নেয়া ।

 

 

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মো: শফির বিল এলাকা থেকে নুরুল আবচার নামে ১৭ বছরের এক শিশুর মরদহে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে মেরিন ড্রাইভ রোডের পূর্বদিকে জনৈক লেয়াকত আলী গংদের জমির পশ্চিম পার্শ্বে জঙ্গলের ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত নুরুল আবছার জালিয়াপালং ইউনিয়নের মাদারবানিয়া এলাকার মোঃ ফরিদ আলমের ছেলে।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, সোমবার পাঁচটার দিকে স্থানীয়রা নুরুল আবচারেরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে দিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। ধারনা করা হচ্ছে তাকে গলায় নায়লনের রশি দিয়ে শ্বাশরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

স্থানীয়রা জানিয়েছেন, নিহত আবচার একজন টমটমল চালক। গেল ১০ নভেম্বর সন্ধ্যা ছয়টা থেকে নিখোঁজ হয়ে বাড়ি ফিরেনি সে। আজ বিকেলে মেরিন ড্রাইভ সড়কের পাশে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে টমটম ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে। তবে আরো অনেক রহস্য থাকতে পারে বলেও মনে করেন তারা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM