সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন
ফাইল ছবি।
ডিসেম্বরেই ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকা রুটে একটি ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
শনিবার (১১ নভেম্বর) সকালে কক্সবাজার রেলওয়ে স্টেশনে দোহাজারী থেকে কক্সবাজার রেলপথ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তবে রেলের জন্য ছয়টি নাম থাকলেও এখনো সেই ট্রেনের কী নাম হবে তা ঠিক হয়নি। প্রধানমন্ত্রী যে নাম পছন্দ করবেন অথবা অন্য কোন নামও দেন, সে নাম রাখা হবে বলে জানান মন্ত্রী।
রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার স্থানীয়ভাবে লোকাল বা কমিউটার ট্রেন চালানোর বিষয়ে। প্রধানমন্ত্রীর পরামর্শে আমরা আগামী দিনে এ রেল ব্যবস্থাকে ঢেলে সাজাবো।
মন্তব্য করুন