বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:৩৫ পূর্বাহ্ন

সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৬ জেলে

সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৬ জেলে

অনলাইন বিজ্ঞাপন

ফাইল ছবি।
আনোয়ার হোসেন, টেকনাফ
সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রয়েছে টেকনাফ বাহার ছড়ার ৬  জন জেলে। ২৯ নভেম্বর তারা সবাই বাহারছড়া ইউনিয়নের পুরানপাড়া নৌকার ঘাঁট থেকে হেলাল উদ্দিনের মালিকানাধীন নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে সাগরে যান।
নিখোঁজ জেলেরা হলেন, পুরানপাড়া এলাকার আব্দু সালামের ছেলে ছলিম উল্লাহ (৩৫), ছৈয়দ উল্মোলাহর ছেলে হাম্মদুর রহমান(২০), নাছির আহম্মদের ছেলে হাবিব উলাহ (৩৫), আশু আলীর ছেলে ছৈয়দ আলম(৩০), মীর আহাম্মদের ছেলে আলী হোসেন (২৬) এবং সুলতানের ছেলে সোহেল (২৫)।
শুক্রবার নৌকার মালিক হেলাল উদ্দিন বাদী হয়ে টেকনাফ থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন।
তিনি বলেন, সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হলে ৬ জন মাঝিমাল্লা ১০ দিনের খাদ্য সামগ্রী নিয়ে সাগরে মাছ ধরতে যায়। দুর্ভাগ্যবশত নৌকা ইঞ্জিন বিকল হওয়ার কারণে ঘাটে ফিরতে পারিনি। এমন কি তাদের সাথে যোগাযোগের সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় আজ ১০ নভেম্বর টেকনাফ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরী করেছি।
বাহারছড়া কোস্টগার্ড ইনচার্জ এর সাথে মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে মোবাইল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এদিকে নিখোঁজের খবর প্রচার পাওয়ার পর জেলেদের স্বজনদের আতংক দেখা দিয়েছে। তারা পরিবারের সদস্যদের ফিরিয়ে আনতে কোস্ট গার্ডের সহযোগিতা কামনা করেছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM