বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

পেকুয়ায় জনগুরুত্ব রাস্তা কেটে পলবোর্ড নির্মানে যান চলাচল বন্ধ!

পেকুয়ায় জনগুরুত্ব রাস্তা কেটে পলবোর্ড নির্মানে যান চলাচল বন্ধ!

অনলাইন বিজ্ঞাপন

এস.এম.ছগির আহমদ আজগরী পেকুয়া

কক্সবাজারের পেকুয়ায় একটি জনগুরুত্বপূর্ণ গ্রামীন প্রধান সড়ক কেটে স্থাপন করা হচ্ছে পলর্বোড। পশ্চিম উজানটিয়া করিমদাদ মিয়া জেটিঘাট থেকে পেকুয়া বাজার সড়কের উপজেলার মগনামা ইউনিয়নের মটকাভাঙ্গা এলাকায় একজন মৎস্য চাষি ঘেরে লবন পানি ঢুকানোর জন্য দু’ইউনিয়নের চলাচল প্রধান সড়ক কেটে স্থাপন করছে পলর্বোড।

ফলে পেকুয়ার সাথে উজানটিয়া ইউনিয়নের যানবাহন চলাচল গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ৫ঘন্টা সাময়িক বন্ধ হয়ে যায়। ফলে উজানটিয়া ইউনিয়নের জনগন চরম দুর্ভোগে পড়ে। এদিকে এলজিইডির মালিকানাধীন পিচ ঢালাই সড়ক কেটে আরসিসি পাইপ স্থাপন হওয়ায় স্থানীয়দের মধ্যে এনিয়ে অসন্তোস দেখা দিয়েছে। মটকাভাঙ্গার গ্রামবাসীরা ওই কাজ প্রতিহত করার চেষ্টা করলে চিংড়ি চাষির সাথে স্থানীয়দের বিরোধ দেখা দেয়। তবে ওই ব্যক্তি কোন ধরনের তোয়াক্কা না করে কাজ চলমান রাখেন।

প্রাপ্ত সুত্রে জানা গেছে উজানটিয়া পেকুয়া সড়কের মটকাভাঙ্গা পয়েন্টে স্থানীয় মৃত. ওবাইদুল হাকিমের ছেলে তোফাজ্জল আহমদ নামের মৎস্য চাষি গতকাল সোমবার এলজিইডি সড়ক কর্তন করে ওই স্থানে পলর্বোড স্থাপন করেছেন।

জানা গেছে ওই ব্যক্তি তার নিজস্ব ঘেরে ভোলা খাল থেকে লবন পানি সরবরাহের জন্য গ্রামীন প্রধান সড়কটি কেটে সাবাড় করেছেন। এ ব্যাপারে মৎস্য চাষি তোফাজ্জল আহমদ জানিয়েছেন প্রজেক্টে পানির জন্য আরসিসি পাইপ নিচে বসানো হচ্ছে। এতে সড়কের কোন ক্ষতি হবেনা।
পেকুয়া উপজেলা সহকারী প্রকৌশলী হারু বাবু জানান আমাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। অবশ্যই এনিয়ে তদন্ত হবে। দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
পেকুয়ার ইউএনও মো.মারুফুর রশিদ খান জানিয়েছেন এলজিইডি বিষয়টি খতিয়ে দেখবেন। এ ধরনের হয়ে থাকলে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM