বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৯ পূর্বাহ্ন

আকস্মিক সামরিক দপ্তরে পুতিন

আকস্মিক সামরিক দপ্তরে পুতিন

অনলাইন বিজ্ঞাপন

ছবি সংগ্রহীত।

 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণের তদারকির জন্য আকস্মিক পরিদর্শনে রোস্তভ-অন-ডনে অবস্থিত সামরিক সদর দপ্তরে গিয়েছেন। ক্রেমলিন শুক্রবার এ তথ্য জানিয়েছে। এক মাসের কম সময়ের মধ্যে রোস্তভ-অন-ডনে এটি তার দ্বিতীয় সফর।

ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, পুতিন বৃহস্পতিবার ‘কাজাখস্তানে তার সরকারি সফর শেষ করার পর রোস্তভ-অন-ডনে রাশিয়ার সশস্ত্র বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করেছেন’।

পরিদর্শনের সময় পুতিনের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং ইউক্রেনের সামরিক অভিযানের কমান্ডার ভ্যালেরি গেরাসিমভ ছিলেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। সফরের সময় পুতিনকে নতুন সামরিক সরঞ্জাম দেখানো হয়েছে এবং ইউক্রেনে সামরিক অভিযান সম্পর্কে ব্রিফ করা হয়েছে।

পুতিন এর আগে অক্টোবরের শেষের দিকে রোস্তভ-অন-ডনে গিয়েছিলেন। সেখানে তিনি ইউক্রেনে যুদ্ধ নিয়ে নিয়ে সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছিলেন।

এ যুদ্ধকে ক্রেমলিন বিশেষ সামরিক অভিযান বলে অভিহিত করে।

সূত্র : এএফপি, কালেরকণ্ঠ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM