শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডির মাইজ পাড়া এলাকায় দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এসময় ডাকাতের হামলায় গৃহকর্ত্রী ফিরোজা বেগম ও পুত্র গিয়াস উদ্দিন গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।
এসময় ডাকাতদল বাড়িতে থাকা ২০ ভরি স্বর্ণ ও নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। মঙ্গলবার রাত দেড়টার দিকে মাইজ পাড়ার নুর মোহাম্মদ এর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে আহত পরিবারের সদস্য আবচার কামাল সাংবাদিকদের জানান, রাত আনুমানিক দেড়টার দিকে একদল সশস্ত্র ডাকাত তাদের বাড়িতে হামলা চালায়। এসময় তারা সদর দরজা ভেঙ্গে বাড়িতে ঢুকে পড়ে লুটপাট চালাই। বাড়িতে থাকা পরিবারের সদস্যরা কিছু বুঝে উঠার আগে মা ও ভাইকে ব্যাপক মারধর করে। এতে গুরুতর আহত হয়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে তারা।
পরে ডাকাতদল বাড়িতে থাকা নগদ ২০ হাজার টাকা ও ২০ ভরি স্বার্ণলংকার লুট করে নিয়ে যায় বলে দাবি করেছেন তিনি। পরে খবর পেয়ে চৌফলদন্ডি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চৌফলদন্ডি পুলিশ ফাঁড়ির আইসি আবুল কাশেম, পূর্ব শত্রুুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন।
এ রির্পোট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি।
মন্তব্য করুন