রাজধানীর কলাবাগান লেকভিউ মসজিদের খতিব মুফতি সাদিকুর রহমানকে এলোপাথাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ স্থানান্তর করে চিকিৎসকরা।
শনিবার রাত ১১টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার টামটার স্থানীয় চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।
রবিবার সকালে পরিবারের সদস্যরা আরো উন্নত চিকিৎসার জন্য পান্থপথের সমরিতা হাসপাতালে তাকে ভর্তি করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, চান্দিনা উপজেলার টামটায় মুফতি সাদিকুর রহমানের একটি ধর্মীয় প্রতিষ্ঠান আছে। সেখানে এক এতিমখানায় আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য তিনি বাড়ি থেকে রওনা দিয়েছিলেন। চৌমুহনী বাজারের কাছে এলে দুর্বৃত্তরা পেছন থেকে কুপিয়ে পালিয়ে যায়।
তার মুখ ও মাথায় উপর্যুপরি কোপায় তারা। পরে বাজারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় গৌরীপুর হাসপাতালে ভর্তি করেন।
আহত মুফতি সাদিকুরের ভাই আবদুল আহাদ জানান, গৌরীপুর হাসপাতাল কর্তৃপক্ষ আহতের অবস্থা গুরুতর বিবেচনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। রাত দেড়টার দিকে তাকে ঢামেকে নিয়ে আসা হয় এবং সেখানেই চিকিৎসা দেয়া হয়। তার মুখ ও মাথায় কমপক্ষে ১৫-১৬টি সেলাই দেয়া হয়েছে।
রোববার সকাল ৬টায় মুফতি সাদিকুরকে আরো উন্নত চিকিৎসার দেয়ার জন্য পান্থপথের সমরিতা হাসপাতালে ভর্তি করে তার পরিবার।
তবে কী কারণে বা কারা এ হামলা করেছে সে বিষয়ে কিছু বলতে পারেননি আবদুল আহাদ।
মন্তব্য করুন