মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি
কলেজ ছাত্রলীগ নেতা রাজিবুল ইসলাম মোস্তাক’র উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তাৎক্ষনিক প্রতিবাদ মিছিল সমাবেশ করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগ সাভাপতি ইশতিয়াখ আহমদ জয়‘র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার শহর আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান, চকরিয়া উজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, জেলা আওয়ামীলীগ নেতা রাশেদুল ইসলাম, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা যুবলীগ নেতা শহিদুল হক সোহেল, শহর যুবলীগ নেতা ডালিম বডুয়া, সাবেক ছাত্রনেতা কামাল উদ্দিন, রমজান আলী, সাইফুদ্দিন আহমদ, সাইফুদ্দিন মানিক, কুতুব উদ্দিন, দ্বীপক দাশ, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি আলী আহমদ ও সাধারণ সম্পাদক আবু তাহের আযাদ, জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক শফি উল্লাহ আনচারী, কক্সবাজার সরকারী কলেজ সভাপতি ওয়াহিদুর রহমান রুবেল, শহর ছাত্রলীগ সভাপতি মোর্শেদ হোসেন তানিম, সাধারণ সম্পাদক শাকিল আজম, আইন কলেজ ছাত্রলীগ আহবায়ক ইসমাইল সাজ্জাদ, কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সদর উপজেলা ছাত্রলীগ যুগ্ন-আহবায়ক জাহাঙ্গীর আলম, পলিটেকনিক ইনস্টিটিউট সভাপতি সাজ্জাদ হোসেন চৌধুরী প্রমুখ।
পরে জেলা ছাত্রলীগ‘র পাক্ষ থেকে কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে আজ কক্সবাজার পাবলিক লাইব্রেরী শহীদ দৌলত ময়দানে বিকেল ৩টায় সমাবেশ। ৫ ডিসেম্বর কক্সবাজার কলেজকে শিবির মুক্ত ক্যাম্পাস ঘোষনার পাশাপাশি আগামি ২৪ ঘন্টার মধ্যে চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়।
মন্তব্য করুন