সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর মহানুভবতা

প্রধানমন্ত্রীর মহানুভবতা

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলায় একজন অভিযুক্ত এবং ফেনীর দরিদ্র অন্ধ রিকশাচালকের সহায়তায় এক অনন্য মহানুভবতা দেখিয়েছেন।
প্রধানমন্ত্রী আগরতলা ষড়যন্ত্র মামলার ২৯নং আসামি সাবেক ফ্লাইট সার্জেন্ট আবদুল জলিলের জন্য ৩০ লাখ টাকা এবং ফেনীর অন্ধ দরিদ্র রিকশাচালক মনির হোসেনের মেয়ের জন্য দুই লাখ টাকা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর এ্যাসাইনমেন্ট অফিসার শামীম মুশফিক বুধবার রাতে সাংবাদিকদের এ খবর জানান।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী দু’একদিনের মধ্যে এই অর্থ সহায়তার চেক আবদুল জলিল এবং মনির হোসেনের কাছে পৌঁছে দেয়া হবে।
আবদুল জলিল আগরতলা ষড়যন্ত্র মামলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অপর ৩৫ জনের সঙ্গে অভিযুক্ত হওয়ায় পাকিস্তান সরকার তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেয়। ১৯৬৮ সালের প্রথম দিকে এই মামলা হয়।
৮০ বছর বয়স্ক জলিল বর্তমানে শারীরিক অসুস্থতা ও আর্থিক অনটনে মানবেতর জীবনযাপন করছেন।বর্তমানে তিনি পৈতৃক সম্পত্তি বিক্রয় করে জীবন ধারণ করছেন।রাজধানী ঢাকা অথবা অন্য কোনো শহরে তার কোনো জমি নেই।প্রধানমন্ত্রী তার জীবনের এই করুণ কাহিনী জেনে তাকে সহায়তায় এগিয়ে আসেন।
ফেনীর অসহায় দরিদ্র মনির তার জীবিকা উপার্জনের জন্য একমাত্র রিকশা চালানো ছাড়া অন্য কিছু করতে পারেন না।তিনি তার ছোট মেয়ে আফরোজা ফারিয়ার সাহায্যে দিনে ভাড়া রিকশা চালিয়ে প্রায় দেড়শত টাকা আয় করেন।তিনি তার চোখের চিকিৎসার জন্য পিতার সম্পত্তি বিক্রি করেছেন।
মনির দু’বছর বয়সে তার দৃষ্টি শক্তি হারিয়েছেন। তার পরিবার এখন ফেনী সদর উপজেলায় অন্যের জমিতে ছোট্ট একটি কুড়ো ঘরে বসবাস করেন। তার মেয়ে আফরোজা ফারিয়া স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। স্কুলে ক্লাস শেষে সে বেরিয়ে পড়ে বাবাকে নিয়ে। মাগরিবের নামাজের আগ পর্যন্ত ঘুরে তাদের রিকশার চাকা।
সংবাদপত্রে মনিরের খবর প্রকাশে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকৃষ্ট হয়।
বিবার্তা


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM