বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন

সান্দ্রোর হ্যাটট্রিকে উড়ে গেল ভিয়ানোভেন্স

সান্দ্রোর হ্যাটট্রিকে উড়ে গেল ভিয়ানোভেন্স

অনলাইন বিজ্ঞাপন

স্পোর্টস ডেক্স॥
সান্দ্রো রামিরেসের হ্যাটট্রিকে ভিয়ানোভেন্সকে ৬-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে কোপা ডেল রে’র শেষ ষোল নিশ্চিত করেছে বার্সেলোনা।

প্রথম লেগে গোলশূন্য ড্র`র প্রতিশোধটা ভালো ভাবেই নিলো লুইস এনরিকের শিষ্যরা।
ঘরের মাঠ ন্যু-ক্যাম্পে ভিয়ানোভেন্সের বিপক্ষে মাঠে ছিলেন না লিওনেল মেসি, নেইমার ও সুয়ারেজের মতো দলের সেরা তারকারা।
ম্যাচের ৪ মিনিটে ব্রাজিলয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার দানি আলভেজ গোল করে বার্সাকে এগিয়ে নেন। এর পর ২১ মিনিটে গোলরক্ষকের ভুলে ব্যবধান দ্বিগুণ করেন সান্দ্রো রামিরেস। তবে ম্যাচের ২৯ মিনিটে ২৫ গজ দূর থেকে দৃষ্টিনন্দন এক শটে গোল করে ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত দেয় ভিয়ানোভেন্সের হুয়ান ফ্রান। এর দুই মিনিট পর ডি বক্সের ভেতরে বল পেয়ে নিজের দ্বিতীয় গোল আদায় করে বার্সাকে ৩-১ লিড এনে দেন সান্দ্রো রামিরেস।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫১ মিনিটে দারুণ হেডে গোল করে ব্যবধান ৪-১ করেন মুনির। ৬৯ মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পুর্ণ করেন সান্দ্রো রামিরেস। ৭৬ মিনিটে মুনির তার দ্বিতীয় গোল করে ৬-১ গোলে খেলা শেষ করে।
বিবার্তা ডেস্ক


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM