আলোকিত কক্সবাজার ।। সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০১৫-০৯-২০ ১৭:৩১:৩২
আলোকিত কক্সবাজার ডেক্স :
স্কুল কর্তৃপক্ষের আগ্রহ থাকলেও আহমেদ মোহাম্মদের পরিবার সাফ জানিয়ে দিয়েছে, ম্যাকআর্থার স্কুলে ফিরছে না আহমেদ। তার জন্য নতুন স্কুল খোঁজা হচ্ছে। — বিডিনিউজ
১৪ বছর বয়সী আহমেদ টেক্সাস অঙ্গরাজ্যের আর্ভিং শহরের ম্যাকআর্থার হাই স্কুলটির নবম গ্রেডের ছাত্র ছিল, ঘড়িকাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর যাকে নিয়ে আলোচনা এখন বিশ্বজুড়ে। গত সোমবার নিজের তৈরি করা একটি ঘড়ি নিয়ে স্কুলে এলে স্কুল কর্তৃপক্ষ ঘড়িকে বোমা মনে করে পুলিশে খবর দেয়। পুলিশ আহমেদকে জেলে নিয়ে যায়, পরে তাকে বাবা-মা’র জিম্মায় ছেড়ে দেয়া হয়। শিক্ষককে খুশি করার জন্য আহমেদ নিজের তৈরি ওই ঘড়ি নিয়ে এসেছিল।