বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাবু কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পাওয়ায় জেলা যুবলীগের পক্ষ থেকে কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরে বিশাল গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে জেলা যুবলীগের সভাপতি মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
এই সময় সংবর্ধিত ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী এবং যুবলীগের নেতাকর্মীকে অভিনন্দন জানান। সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি যথাক্রমে আবুল কালাম, জিএম আবুল কাশেম, সোহেল আহমদ বাহাদুর, জসিম উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক যথাক্রমে মোঃ শহীদুল্লাহ, বাবুল ইসলাম বাহাদুর, জেলা যুবলীগ নেতা বেন্টু দাশ, সরূপ পাল পাঞ্জু, কামাল উদ্দিন, মনতোষ রক্ষিত কালু, ফরিদুল আলম, পুলক বড়–য়া আপ্পু, সাজেদুল করিম, পৌর যুবলীগের আহবায়ক মোয়েব ইফতেকার, যুগ্ন আহবায়ক ডালিম বড়–য়া, আসাদ উল্লাহ, শাহেদ ইমরান, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, সদর যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, সাধারণ সম্পাদক রাজিবুল হক রিকু, চকরিয়া পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ ইসলাম ফরহাদ, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, চকরিয়া থানা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম, পেকুয়া যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ বারেক, টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যান, সাধারন সম্পাদক নুর হোসেন, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, যুবলীগ নেতা কাউচার উদ্দিন কচির, হাসানঙ্গীর হোসেন, মহেশখালী যুবলীগ নেতা শেখ কামাল, কাইসারুল হক, কুতুবদিয়া যুবলীগ নেতা আরিফুল ইসলাম, রুস্তম আলী, বাদশা রাশেদ খানসহ বিভিন্ন উপজেলা ও ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মী।
এদিকে, জেলা যুবলীগের সভাপতি মোঃ খোরশেদ আলম বিভিন্ন উপজেলা, ইউনিট ও ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত হয়ে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাব‘রু সংবর্ধনা অনুষ্টান সাফল্য মন্ডিত করে তোলায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মন্তব্য করুন