শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৪ পূর্বাহ্ন

ড. ইউনুসের পক্ষে খোলা চিঠি; প্রতিবাদ জানিয়েছে “৭১ আইনজীবী পরিষদ”

ড. ইউনুসের পক্ষে খোলা চিঠি; প্রতিবাদ জানিয়েছে “৭১ আইনজীবী পরিষদ”

অনলাইন বিজ্ঞাপন

 

 

নিজস্ব প্রতিবেদক;

শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে ১৭৫ জন বিশ্বনেতার দেয়া খোলা চিঠির প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন কক্সবাজার বারের ১২৫ জন আইনজীবী। ৭১’ আইনজীবী পরিষদ নামে একটি সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার এ বিবৃতি দেন তারা।

বিবৃতিদাতারা বলেন, খোলা চিঠিতে ড. ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন আদালতে চলমান মামলাগুলোর বিচার প্রক্রিয়া স্থগিতের আহ্বান জানানো হয়েছে, যা দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীন বিচার বিভাগের ওপর স্পষ্ট হুমকি এবং বাংলাদেশের বিচার প্রক্রিয়ার উপর এক ধরনের অযাচিত হস্তক্ষেপ।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশের সকল নাগরিকই আইনের দৃষ্টিতে সমান। ড. ইউনুসের বিচারকার্য বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে ও স্বাধীনভাবে সম্পন্ন হচ্ছে। সেই প্রেক্ষাপটে বিচারিক হেনস্তার অভিযোগ অমুলক ও অনভিপ্রেত। নোবেল পুরষ্কার পেলে কেউ আইনের উর্ধ্বে হবেন এমনটা চিন্তা করার কোন সুযোগ নেই বলেও মনে করেন তারা।

৭১’ আইনজীবী পরিষদের সভাপতি এড. হারেছ রহমান এবং সাধারণ সম্পাদক আবুল কাশেম আবু বলেন, খোলা চিঠিতে বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি অসম্মান করা হয়েছে। যেকোনো সভ্য দেশে কেউ অপরাধ করলে প্রচলিত আইনে তার বিচার হবে—এটাই স্বতঃসিদ্ধ। ড. ইউনূসের ক্ষেত্রে তার প্রতিষ্ঠানের ভুক্তভোগী শ্রমিকরাই দেশের প্রচলিত শ্রম আইন অনুযায়ী শ্রম আদালতে মামলা করেছেন।

তারা আরো বলেন, স্বাধীন বিচার ব্যবস্থায় সরকার কর্তৃক কোনো মামলা প্রত্যাহার, স্থগিত বা বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার আইনগত কোনো সুযোগ নেই। খোলা চিঠিতে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন সম্পর্কে যে বক্তব্য দেওয়া হয়েছে তা লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর। এবং এ চিঠি ভুক্তভোগী শ্রমিকদের স্বার্থকে পাশ কাটিয়ে অন্যায়ভাবে ড. ইউনূসের স্বার্থ রক্ষার অপচেষ্টা করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM