বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫২ অপরাহ্ন

কক্সবাজারে শুরু হচ্ছে আন্তর্জাতিক বীচ ভলিবলের বাছাই পর্ব

কক্সবাজারে শুরু হচ্ছে আন্তর্জাতিক বীচ ভলিবলের বাছাই পর্ব

অনলাইন বিজ্ঞাপন

 

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলির বীচে শুক্রবার (৮ সেপ্টেম্বর) শুরু হচ্ছে আন্তর্জাতিক বীচ ভলিবল প্রতিযোগিতা-২০২৪ এর পৃথক দুটি ইভেন্টের বাছাই পর্বের প্রতিযোগিতা। আটদিন ব্যাপী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বাংলাদেশসহ নয়টি দেশের নারী-পুরুষ ভলিবল দল।

আন্তর্জাতিক বীচ ভলিবল প্রতিযোগিতা উপলক্ষে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কলাতলীস্থ হোটেল সী-উত্তরা সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল তিন টায় শুরু হবে প্রতিযোগিতার উদ্বোধনী পর্ব। ঢাকা (উত্তর) সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের উদ্বোধন করা প্রকিযোগিতার সমাপণিতে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ৮-১১ সেপ্টেম্বর প্রতিযোগিতার প্রথম পর্ব এবং ১৩-১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব।

আয়োজক কমিটি জানায়, কক্সবাজার সমুদ্র সৈকতের অপার সৌন্দর্য্য আন্তর্জাতিক বীচ ভলিবলের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে দিতে কক্সবাজারকে ভেন্যু হিসেবে বেছে নেয়া হয়েছে। ইতোমধ্যে প্রতিযোগিতার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল গুলো পৌঁছেছে কক্সবাজারে।

বঙ্গবন্ধু এভিসি বীচ কন্টিনেন্টাল কাপ ফেস ওয়ান (নারী-পুরুষ) এবং বঙ্গবন্ধু কাভা বীচ ভলিবল (নারী-পুরুষ) দুটি আন্তর্জাতিক বীচ ভলিবল নামে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশ গুলো হচ্ছে- ভুটান, কাজাখিস্তান, কিরগিস্তান, পাকিস্তান, ইরান, উজবেকিস্তান, ভারত, মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান খসরু চৌধুরী, ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, যুগ্ন সম্পাদক এডভোকেট ফজলে রাব্বী, মিডিয়া কমিটির সম্পাদক সামসুল হাসান মীরন ও ট্যাকনিকেল ডেলিকেট ভারতের শ্রী নিবাস প্রমুখ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM