বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৩ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

অনলাইন বিজ্ঞাপন

ফাইল ছবি।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের পানি চলাচলের নালা থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-১০ এইচ/২৫ ও ২৭ ব্লকের মধ্যবর্তী একটি নালা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মুহাম্মদ মুজিব উল্লাহ (২৪) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্ট ব্লক এ/৪৬ এর ওবায়দুল হকের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী বলেন, ‘শনিবার সকাল ৬টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১০ এর এইচ/ ২৫ ও ২৭ ব্লকের মাঝখানে যুবকের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তারা ক্যাম্পে দায়িত্বরত মাঝিদের জানালে মাঝিরা ৮ এপিবিএনকে জানায়। এপিবিএনের দেওয়া খবরে উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘তবে এ হত্যাকাণ্ডের কারণ বা কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM