বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
এস.এম.ছগির আহমদ আজগরী পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় ইউপি নির্বাচনের আগাম জল্পনা কল্পনায় সরগরম হয়ে উঠেছে। ভোটের মাঠের রাজনীতি নিয়ে সম্ভাব্য প্রার্থীদের দৌঁড়ঝাফের পাশাপাশি রাজনৈতিক দলের মনোনয়ন নিশ্চিত করতেও তারা জোর লবিংয়ে ব্যস্ত সময় কাটাতে দেখা যাচ্ছে। এছাড়া, সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ভোটার ও স্থানীয়রাও চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন সভা, সমাবেশ, বিয়ে, মেজবান, মেলা মজলিশেও চলছে তৎপরতা।
সম্প্রতি সরকার ও নির্বাচন কমিশন স্থানীয় নির্বাচন অনুষ্টানের প্রস্তুতি ঘোষনা দেওয়ায় দেখা দিয়েছে এ জল্পনা কল্পনা। এ নিয়ে গত সপ্তাহ দু’য়েক সরোজমিন ঘুরে পাওয়া তথ্যে জানা যায়, দলীয় ভিত্তিতে ইউপি নির্বাচনের ঘোষনায় আসন্ন ইউপি নির্বাচনের হিসাব নিকাশের সমিকরণে কঠিন ও জঠিল অবস্থায় গড়ানোর আভাষ পাওয়া যাচ্ছে। আসন্ন ইউপি নির্বাচনের সমিকরনে রাজনৈতিক দল সমর্থীত প্রার্থীদের জন্য দলের মাঠ পর্যায়ের অবস্থানের হিসাব নিকাশ মেলানোর সূযোগ আনায় সবাই ধারনা করছেন এবারের ইউপি নির্বাচন হবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের।
সরোজমিন ঘুরে এ পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে যে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজনৈতিক দল সমর্থীত ছাড়াও বিভিন্ন অরাজনৈতিক, সামাজিক, সাংষ্কৃতিক পেশাজিবী সংগঠন বা স্থানীয় উন্নয়ন ও নাগরিক পরিষদ কমিটির ব্যানারেও নির্বাচন যূদ্ধে অবতীর্ণ হবেন প্রার্থীরা। আড্ডা, আলাপ-আলোচনা আর নানা হিসাব নিকাষের জনশ্রুতিতে পাওয়া সংবাদ সূত্র জানায়, ৭ইউনিয়নের পেকুয়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীতা দেখা যাচ্ছে যে, পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার বেশ কিছু নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ভোট যূদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছেন, তাদের মধ্যে রয়েছেন, পেকুয়া সদর ইউপি’র বর্তমান চেয়ারম্যান উপজেলা বিএনপি’র সভাপতি এম.বাহাদুর শাহ, ৩-৩বারের প্রাক্তন চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের মুক্তিযূদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট কামাল হোছাইন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি চকরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম, নাগরিক পরিষদের ব্যানারে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানূরাগী সরফরাজ আল নেওয়াজ চৌধুরী ছাড়াও পেকুয়া উপজেলা আওয়ামীলীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ আবুল কাসেম, পেকুয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাংবাদিক এম.দিদারুল করিম, পেকুয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউছুপ রুবেল ও পেকুয়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহব্বায়ক কামরান জাদিদ মুকুট প্রমুখের নাম শোনা গেলেও আরো অনেককেই হয়তো দেখা যাবে প্রার্থী হতে। রাজাখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে যাদের নাম আলোচনায় শোনা যাচ্ছে তারা হলেন, বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা এম.নজরুল ইসলাম সিকদার(বাবুল), সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আনোয়ার হোসাইন সিকদার, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার আজমগীর চৌধুরী এম.এ, বদিউদ্দিনপাড়ার কাছিম আলীর পুত্র ছৈয়দ নুর ও রাজাখালী আরব শাহ বাজারের মিয়ারপাড়া-হাজি¦রপাড়া এলাকার সমাজ হিতৈষী মরহুম আবুল কাসেম কোম্পানীর পুত্র যুব সংগঠক নেজামউদ্দিন নেজু প্রমুখ। এদের বাইরে জাতীয় পার্টি রাজাখালী ইউনিয়ন শাখার সভাপতি হোসাইন শহিদ সাইফুল্লাহ এমইউপি সহ আর কারা প্রার্থী হতে যাচ্ছে তা সময়ই নির্ধারন করে দেবে বলে ওই এলাকার সমাজ বিশ্লেষকদের ধারনা।
টইটংয়ে যারা চেয়ারম্যান প্রার্থী হতে পারেন বলে মানূষ ধারনা করছেন তারা হলেন, বর্তমান চেয়ারম্যান যুবদল নেতা জেড এম মোসলেম উদ্দিন আহমদ, একাধিকবারের নির্বাচিত জনপ্রতিনিধি বর্তমান প্যানেল চেয়ারম্যান-১ আওয়ামীলীগ নেতা কবির আহমদ এমইউপি, প্রাক্তন ২-২বারের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শহিদুল্লাহ বি.এ, টইটং ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক এম. জাহিদুল ইসলাম চৌধুরী ও ডাঃ নুরুল কবির প্রমুখ। আবার স্থানীয় অনেকের মন্তব্য সম্ভাব্য এসব প্রার্থী ছাড়াও আরো একাধিক রাজনৈতিক, সামাজিক ও পেশাজিবী ব্যক্তিত্ব আসন্ন ইউপি নির্বাচনে নিজেদের প্রার্থীতা ঘোষনা দিয়ে নির্বাচনী যূদ্ধে অবতীর্ণ হবার আশংকা প্রকাশ করেন। বারবাকিয়ায় বর্তমান চেয়ারম্যান আলহাজ¦ অধ্যক্ষ এম এইচ. বদিউল আলম ছাড়াও বিএনপি থেকে দলের উপজেলা সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসাইন, বর্তমান প্যানেল চেয়ারম্যান-১ বিএনপি নেতা মোস্তাক আহমদ এমইউপি, আওয়ামীলীগের ব্যানারে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি জি.এম. আবুল কাসেম, মরহুম ছাদেকুর রহমান ওয়ারেচীর জৈষ্ট পুত্র শহিদুর রহমান ওয়ারেচী, প্রবাস ফেরা আ’লীগ নেতা মফিজুর রহমান, পেকুয়া উপজেলা আওয়ামী যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক মোঃ বারেক ছাড়াও আরো অনেকেই প্রার্থী হতে পারেন বলে মন্তব্য করেন এলাকাবাসী। উজানটিয়ায় বর্তমান চেয়ারম্যান এম.শহিদুল ইসলাম চৌধুরী ছাড়াও আ’লীগ সভাপতি এম. তোফাজ্জল করিম, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এম.দেলোয়ার করিম চৌধুরী, ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম. মমতাজুল ইসলাম প্রমুখ। তবে নির্বাচনের তপশিল ঘোষনা হলে প্রার্থীতার সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয়দের মন্তব্য ধারনা। মগনামায় বর্তমান চেয়ারম্যান শহিদুল মোস্তফা চৌধুরী ছাড়াও সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান সভাপতি খায়রুল এনাম, প্রাক্তন চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোঃ ইউনুচ চৌধুরী ও জাতীয় পার্টি সমর্থীত মোঃ হোসাইনের নাম লোকজনের মুখে আলোচিত হতে দেখা গেলেও প্রার্থীর সংখ্যাও দ্বিগুন আকার ধারন করতে পারে বলে মনে করছেন সবাই। শিলখালীতে বর্তমান চেয়ারম্যান মোঃ নুরুল হোসাইনের পাশাপাশি ইউনিয়ন বিএনপি’র সমর্থনে তরুন রাজনীতিক ও সমাজসেবক মোঃ আবু ছিদ্দিকের নামও আলোচিত হচ্ছে।
অন্যদিকে, শিলখালীতে ক্ষমতাসীন আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীতায় জননেতা মরহুম ছাদেকুর রহমান ওয়ারেচীর পুত্র স্থানীয় আওয়ামীলীগের সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেচী ছাড়াও প্রার্থী হতে মরিয়া হয়ে লড়ছেন শিলখালী আ’লীগের সাবেক সভাপতি রিদুয়ান নাজেরী, ইউপি’র বর্তমান প্যানেল চেয়ারম্যান-১ আওয়ামীলীগ নেতা মোঃ নুরুল আলম এমইউপি, সিনিয়র সহ-সভাপতি প্রাক্তন মেম্বার সামশুল আলম কাদেরী, আওয়ামীলীগ নেতা নেজাত মুহাম্মদ ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন আহমদ, আওয়ামীলীগ নেতা খানে আলম ছাড়াও আরো বেশ কয়েকজনের নাম আলোচিত হচ্ছে। তবে, নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে ওয়াহিদুর রহমান ওয়ারেচী প্রার্থী না হলে কেন্দ্র থেকেই একজন ডাকসাইট নেতাকে এখানে ক্ষমতাসীন আওয়ামীলীগের প্রার্থীতা ঘোষনা করা হতে পারে। অন্যদিকে, শিলখালীতে প্রাক্তন ছাত্র সংগঠক ও বামপন্থী নেতা নাছিরউদ্দিন এবারো চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া ছাড়াও বীর মুক্তিযোদ্ধা মাষ্টার ছাবের আহমদ, সমাজসেবক রশিদ আহমদ ও বিএনপি’র প্রতিষ্টাকালীন সংগঠক সামশুদ্দিন আহমদ ও জাতীয় পার্টির হয়ে পেকুয়া উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ সহ প্রায় ডজনাধিক প্রার্থী গ্রামটির চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতায় অবতীর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন এলাকাবাসী। সব মিলিয়ে ইউপি নির্বাচনের তপশিল ঘোষনা না হওয়া পর্যন্ত প্রার্থীতার বিষয়ে চূড়ান্ত ধারনা জানা না গেলেও সামনের দিনগুলোতেই নির্ধারিত হয়ে যাবে কে আর কারা পেকুয়ায় ইউপি চেয়ারম্যানে প্রার্থী হতে পারেন বা যাচ্ছেন।
মন্তব্য করুন