আলোকিত কক্সবাজার ডেক্স :
শেষ মুহূর্তের প্রচারণা সমাবেশের মধ্যদিয়ে গ্রিসের আসন্ন নির্বাচনের চূড়ান্ত প্রচারণা শেষ হয়েছে।
রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া এই জাতীয় নির্বাচনের সর্বশেষ জরিপে বামপন্থি সিরিজা পার্টি অল্প ব্যবধানে এগিয়ে আছে বলে জানিয়েছে বিবিসি। তবে রক্ষণশীল নিউ ডেমোক্রেসি পার্টি খুব একটা পিছিয়ে না থাকায় নির্বাচনের পর গ্রিসে জোট সরকার হবে বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক বেইল-আউটে কয়েক বিলিয়ন ইউরো পাওয়ার বিষয়টি নিশ্চিত করার পর চাপে পড়ে এ নির্বাচনের ডাক দিয়েছেন সিরিজার প্রধান সাবেক প্রধানমন্ত্রী অ্যালেক্সি সিপ্রাস। নির্বাচনে যে দলই বিজয়ী হউক তাদের দাতাদের দেয়া বেইল-আউটের শর্তানুযায়ী কঠোর কৃচ্ছ্রতার বিষয়টি বাস্তবায়ন করতে হবে।
শুক্রবার চূড়ান্ত প্রচারণা সমাবেশে সিরিজার সমর্থকরা এথেন্সের কেন্দ্রস্থলে জমায়েত হয়। সমাবেশে সিপ্রাস বলেছেন, “রবিবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটি গণভোটের মুখোমুখি হচ্ছি- এটি পুরনো রাজনৈতিক পদ্ধতি শেষ করার এবং ক্ষুদ্র গোষ্ঠীর শাসন ও দুর্নীতি প্রতিরোধ করার নির্বাচন।” নির্বাচনে জয়ের মাধ্যমে এ উদ্দেশ্য বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জানান সিপ্রাস।
অপরদিকে নিউ ডেমোক্রেসির চূড়ান্ত সমাবেশে দলটির নেতা ভ্যাঙ্গেলিস মেইমারাকিস সিরিজাকে সর্বশেষ নির্বাচনে ‘মিথ্যা প্রতিশ্রুতি’ দেয়ার জন্য আক্রমণ করেন, সমাবেশে কৃচ্ছ্রতা শেষ করার প্রতিশ্রুতিও দেন তিনি। বলেন, “রবিবার সিরিজার পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়ে যাবে।” গেল সপ্তাহের প্রথম দিকে এক বিতর্কে মেইমারাকিস সিরিজার সঙ্গে মিলে শক্তিশালী একটি জোট গঠনের প্রস্তাব দেন; কিন্তু এ প্রস্তাবকে ‘অস্বাভাবিক’ বর্ণনা করে তা প্রত্যাখ্যান করেন সিপ্রাস।
গ্রিসের অধিকাংশ রাজনৈতিক দলই বেইল-আউটের পক্ষে আছে। তবে একটি দল বিপক্ষে, সেই চরম ডানপন্থি দল গোল্ডেন ডন নির্বাচনে তৃতীয় স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে। গ্রিসের দরজায় কড়া নাড়া শরণার্থী সংকট গোল্ডেন ডনের সমর্থন বৃদ্ধিতে সহায়তা করেছে বলে ধারণা করা হচ্ছে, কারণ দলটি উগ্র অভিবাসন বিরোধী।
– বিডিনিউজ
মন্তব্য করুন