বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৩ অপরাহ্ন

কক্সবাজার পৌরসভা পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

কক্সবাজার পৌরসভা পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

অনলাইন বিজ্ঞাপন

ছবি-কক্সবাজার পৌরসভা পরিদর্শন করলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

 

 

সংবাদ বিজ্ঞপ্তি

কক্সবাজার পৌরসভা পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে তিনি পৌরসভার বিভিন্ন সেবামুলক কার্যক্রম পরিদর্শন করেন। এসময় পৌর পরিষদ, কর্মকর্তা ও সেবাপ্রার্থীদের সাথে কথা বলেন তিনি।

পৌরসভার বিভিন্ন কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম বলেন, “এটি পর্যটন শহর। স্বয়ং প্রধানমন্ত্রী কক্সবাজারকে আলাদাভাবে গুরুত্ব দেন। তাই কক্সবাজার ঘিরে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। কক্সবাজার পৌরসভার সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার সালাম, সংরক্ষিত নারী কাউন্সিলর শাহেনা আকতার পাখি, ইয়াছমিন আকতার ও নাছিমা আকতার, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর যথাক্রমে (ওয়ার্ডভিত্তিক) এসআইএম আক্তার কামাল আজাদ, আমিনুল ইসলাম মুকুল, এহেছান উল্লাহ, সাহাব উদ্দিন সিকদার, ওমর ছিদ্দিক লালু, ওসমান সরওয়ার টিপু, রাজ বিহারী দাশ, মো. হেলাল উদ্দিন কবির, সালাউদ্দিন সেতু ও নুর মোহাম্মদ মাঝ,ু নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা এবং সচিব রাসেল চৌধুরী প্রমুখ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM