বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫০ অপরাহ্ন
ছবি সংগ্রহীত।
মাত্র ২০১ রানের জবাব দিতে নেমে ৫৯ রানে অলআউট। ২০ ওভারও খেলতে পারেনি আফগানিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানি বোলারদের তোপে রীতিমত লজ্জায় পড়েছিলেন আফগান ব্যাটাররা। ম্যাচটি আফগানিস্তান হারে ১৪৬ রানের বড় ব্যবধানে।
তবে হাম্বানটোটায় একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডেতেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন আফগান ব্যাটাররা। যেন আগের ম্যাচে নাকাল হওয়ার ঝাল মেটাচ্ছেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জাদরান।
টস জিতে ব্যাট করতে নেমে বিনা উইকেটেই দেড়শ পার করে ফেলেছেন এই যুগল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ১৫৭ রান।
গুরবাজ আছেন সেঞ্চুরির দোরগোড়ায় ৯০ রানে। ৫৬ রান নিয়ে ব্যাট করছেন ইব্রাহিম জাদরান।
মন্তব্য করুন