বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৬ অপরাহ্ন

কক্সবাজারে আ’ লীগ নেতা সাইফুদ্দিন খুনের ঘটনায় মামলা সংবাদ সম্মেলনে পুলিশের বক্তব্য ‘অসামঞ্জস্যপূর্ণ ও প্রশ্নবোধক’ দাবি পরিবার ও এমপির

কক্সবাজারে আ’ লীগ নেতা সাইফুদ্দিন খুনের ঘটনায় মামলা সংবাদ সম্মেলনে পুলিশের বক্তব্য ‘অসামঞ্জস্যপূর্ণ ও প্রশ্নবোধক’ দাবি পরিবার ও এমপির

অনলাইন বিজ্ঞাপন

ফাইল ছবি।

 

 

 

ওয়াহিদ রুবেল।।

কক্সবাজারে আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন খুনের ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতা অবসরপ্রাপ্ত আনসার কমন্ডার আবুল বশর বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছে কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম (মামলা নং-৫৭)। এরআগে সোমবার রাতে খুনের ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেফতার আশরাফুল ইসলামকে মঙ্গলবার (২২ আগস্ট) সন্দিগ্ধ আসামী হিসেবে আদালত হাজির করা হয়। সন্ধ্যা ৬টায় দিকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আসাদ উদ্দিন মো. আসিফের আদালতে তাকে উপস্থাপন করা হয়। সেখানেই আশরাফ ঘটনার সাথে জড়িত থাকার কথা করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে নিশ্চিত করেন সদর থানার ওসি।

গ্রেফতার আশরাফুল ইসলাম কক্সবাজার শহরের পাহাড়তলী ইসলামপুর এলাকার মো. হাশেম প্রকাশ কাশেম মাঝির ছেলে ও ওয়ামী নামে একটি মাদ্রাসার শিক্ষার্থী।

এদিকে, মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধৃত আশরাফুল ইসলামের বরাত দিয়ে পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, মোবাইলে ধারণ করা একটি ‘অনৈতিক কর্মের ভিডিও’ দিয়ে বø্যাকমেইল করে পুনরায় বিছানার সঙ্গী করার অপচেষ্টার হাত থেকে রক্ষা পেতে হোটেল কক্ষে সাইফ উদ্দিকে উপর্যোপুরি ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় আশরাফুল।

পুলিশের সংবাদ সম্মেলনের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়া ব্যক্ত করে পুলিশ সুপারের বক্তব্যের দ্বিমত পোষণ করেছেন নিহত সাইফুদ্দিনের পরিবার। তারা পুলিশ সুপারের বক্তব্যকে ‘অসামঞ্জস্যপূর্ণ ও প্রশ্নবোধক’ বলে মন্তব্য করে পুলিশের দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

সাইফুদ্দিনের ছোট ভাই মহিউদ্দিন মহিম বলেন, গ্রেফতার আশরাফুল ইসলামের বরাত দিয়ে পুলিশ সুপার যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে আমি এবং আমার পরিবার একমত নই। আমরা এ বক্তব্য প্রত্যাখ্যান করছি। একই সাথে খুনের যথাযথ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বস্তুুনিষ্ট তদন্দ করে প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি।

 

ছবি-পুলিশের হাতে আটক আশরাফুল ইসলাম।

 

মাহিম বলেন, একজন খুনির বক্তব্য কোন ক্রস চেক না করে উপস্থাপন করা কতটা আইন সম্মত বা যৌক্তিক সেটিও প্রশ্ন। এটি অসামঞ্জস্যপূর্ণ ও প্রশ্নবোধক। আশরাফুলের একার পক্ষে আমার ভাইকে খুন করার যে দাবি সেটি বিশ্বাসযোগ্য নয়। কোনো ব্যক্তি বিশেষ কিংবা মহল আশরাফুলকে দিয়ে পরিকল্পনা মাফিক খুনের ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে চেষ্টা করছে। এটি নিষ্পাপ ভাইয়ের চরিত্র হননের অপচেষ্টা বলে মনে করি। ঘটনার পারিপার্শ্বিকতা বিশ্লেষণ করে এ কথা বলার অপেক্ষা রাখে না যে, হত্যাকান্ডটি অত্যন্ত পরিকল্পিত এবং গ্রেফতার হওয়া আসামি নিঃসন্দেহে একজন পেশাদার খুনি।

মাহিম আরও বলেন, সাইফুদ্দিনকে চেতনানাশক কিছু দ্রব্য খাওয়ানোর পর অবচেতন করে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আশরাফুল মাদ্রাসার ছাত্র এবং প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি সদস্য বলে আমরা মনে করছি। আমরা এই হত্যাকান্ডে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

পুলিশ সুপারের সংবাদ সম্মেলনের পর প্রতিক্রিয়া ব্যক্ত করে কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, সংবাদ সম্মেলনে পুলিশ সুপারের বক্তব্য আমাকে মর্মাহত করেছে। উপস্থাপিত বক্তব্যটি বস্তুনিষ্ঠ নয়, এখানে খুনির সাজানো কথা উপস্থাপন হয়েছে মাত্র।

এমপি কমল বলেন, পুলিশ সুপার সংবাদ সম্মেলনে নিহত সাইফুদ্দিনের রাজনৈতিক পরিচয় ও ব্যক্তগত চরিত্র স্খলনের কথা বলেছেন। প্রতিহিংসাবসত তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন। আবার সংবাদ সম্মেলনে উপস্থাপিত কথাগুলো চুড়ান্ত কথা নয় বলেও দাবি করেছেন। তদন্ত রিপোর্ট বের না হওয়া পর্যন্ত কোন কিছু স্পষ্ট করে বলা যাবেনা বলেও দাবি করেন। এটা যদি হয়ে থাকে তবে কেন সংবাদ সম্মেলনের নামে মৃত মানুষের চরিত্র হনন করা হলো? এ প্রশ্ন আমি এবং কক্সবাজারের মানুষের সবার।

জানতে চাইলে অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মো. মিজানুর রহমান বলেন, আমরা খুনের সাথে জড়িত থাকতে পারে এমন সব বিষয় নিয়ে কাজ করছি। ইতিমধ্যে আটক আশরাফুলের জবানবন্দি ও মেডিকেল চেকআপ শেষে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০ আগস্ট (সোমবার) দুপুরে কক্সবাজার শহরের হোটেল হলিডে মোড়ের আবাসিক হোটেল সানমুনের ২০৮ নম্বর কক্ষ থেকে হাত বাঁধা অবস্থায় সাইফুদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের প্রায় ১৬টি আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় সোমবার মধ্যরাতে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সদস্যরা যাত্রীবাহি বাস থেকে সন্দেহভাজন প্রধান আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM