বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৮ অপরাহ্ন

পাচারকালে ৩৩ রোহিঙ্গা উদ্ধার; দুই পাচারকারী আটক

পাচারকালে ৩৩ রোহিঙ্গা উদ্ধার; দুই পাচারকারী আটক

অনলাইন বিজ্ঞাপন

প্রতিকী ছবি।

 

 

পাচারকালে ১৫ শিশুসহ ৩৩ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কক্সবাজার পুলিশ। রবিবার (১৩ আগস্ট) রাত দশটার দিকে কক্সবাজার বাস টার্মিনাল শ্যামলী পরিবহণ কাউন্টার থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে জয়নাল (২৮)সহ  দুই জনকে আটক করা হয়েছে।

আটক জয়নাল উখিয়ার বালুখালীর বাসিন্দা সেলিমের ছেলে। তিনি পুরাতন রোহিঙ্গা বলে জানিয়েছেন পুলিশ।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিনুল ইসলাম রোহিঙ্গা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পাচারের উদ্দেশ্যে কিছু রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুকে শ্যামলী কাউন্টারে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৫ শিশু, ১০ নারী ও ৮ পুরুষকে উদ্ধার করা হয়েছে। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজন পাচারকারী পালিয়ে গেলেও জয়নালসহ দুই জনকে আটক করা হয়েছে।

 

পুলিশের এ কর্মকর্তা আটক জয়নালের বরাত দিয়ে বলেন, চট্টগ্রামের সাতকানিয়া এলাকার জনৈক ফয়সাল নামে এক ব্যক্তির কথা মতো রোহিঙ্গাদের নিয়ে এসেছে সে।

 

কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের সংশ্লিষ্টদের মাধ্যমে ক্যাম্পে পাঠানো হবে। আর দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিকেল তিনটার দিকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM