শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৪ পূর্বাহ্ন
ফাইল ছবি।
সাইফুল ইসলাম।।
উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীর পর এবার পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে স্থানীয় সরকার বিভাগ। একটি চাঁদাবাজিসহ তার বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করার পর স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্তে যাচ্ছে স্থানীয় সরকার বিভাগ।
কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, কোন চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী উক্ত ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে।
তথ্য মতে, এম গফুর উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা চারটি মামলা হচ্ছে এসপিটি ৭৮/২০১৪, জি, আর নং ২৮৮/২০১৩ (উখিয়া), জি, আর মামলা নং ৭০/২০১৫ (উখিয়া), দ্রুত বিচার মামলা নং- ২৪/২০১৮। সর্বশেষ গেল বছর চাঁদাবাজির অভিযোগ আরো একটি মামলা হয় চেয়ারম্যানের বিরুদ্ধে। যার নং- সি. আর মামলা নং- ২৩৫/২০২২ (উখিয়া)। চারটি মামলার চার্জশীট গ্রহণ করেছে আদালত।
পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দাবি করে বলেন, আমি ব্যক্তিগত কাজে এখন ঢাকায় অবস্থান করছি, তবে পত্র পাঠানোর বিষয়টি আমি শুনেছি।
তিনি বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষরো এক জোট হয়ে আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে আমাকে রাজনৈতিকভাবে হয়রানি করে যাচ্ছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বেশি ভাগই ইয়াবা ব্যবসায়ী ও পাহাড় খেকো এবং অবৈধ বালু উত্তোলনকারী।
মন্তব্য করুন