বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৯ অপরাহ্ন
ছবি-অস্ত্রসহ আটক আবুল হাসেম, মোঃ রুহুল আমিনএবং মোঃ কামরুল হাসান।
সাইফুল ইসলাম।।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৭ জি ব্লক এবং ক্যাম্প-৬ এর ডি ব্লকে আরসা সন্ত্রাসীদের সাথে পুলিশের তিন ঘন্টা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষ থেকে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ আগস্ট ভোর সাড়ে ৪টা হতে সকাল সাতটা পর্যন্ত সংঘর্ষ চলে।
গ্রেফতার হওয়া তিনজনই রোহিঙ্গা ক্যাম্পের মাঝি (নেতা)।
হলেন, ক্যাম্প-৬ ব্লক সি/৬ এর বাসিন্দ সোলাইমানের ছেলে ও ক্যাম্পের সাব মাঝি আবুল হাসেম (৩০), ক্যাম্প-৭ এর জি/৭ ব্লকের বাসিন্দা আব্দুস শরীফের ছেলে ক্যাম্পের হেড মাঝ মোঃ রুহুল আমিন (২৩) এবং ক্যাম্প-৫ এর সি/১ ব্লকের বাসিন্দা আব্দুল মাজেদের ছেলে ও ক্যাম্পের হেডমাঝি মোঃ কামরুল হাসান (২২)।
বৃহস্পতিবার দুপুরে দেড়টার দিকে ১৪ এপিবিএন এর নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিনের মতো ৩ আগস্ট পুলিশের একটি মোবাইল টিম-৩ ডিউটি পার্টি ও কিউআরটি পার্টিসহ বিশেষ অভিযান পরিচালনা চলছিলেন। ভোর সাড়ে চারটার দিকে আরসা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পুলিশও নিজেদের জানমাল রক্ষার্থে সন্ত্রাসীদের লক্ষ্য করিয়া গুলি করতে থাকে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিঁছু হটতে থাকে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি ও ৩ গুলির খোসা, ১টি ক্লিনিং রড উদ্ধার করা হয়।
পরে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষ করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।
মন্তব্য করুন