শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

জয়নাল কোম্পানী’র উপর হামলার ঘটনায় বোট মালিক সমিতির নিন্দা

জয়নাল কোম্পানী’র উপর হামলার ঘটনায় বোট মালিক সমিতির নিন্দা

অনলাইন বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি

কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সিনিয়র সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক স্থানীয় মধ্যম নুনিয়াছড়ার বাসিন্দা জয়নাল আবেদীন কোম্পানীর উপর চিহ্নিত সন্ত্রাসীদের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতি।

তারা অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। বিবৃতিতে বলা হয় জয়নাল আবেদীন একজন সহজ সরল ব্যক্তি। দীর্ঘ দিন ধরে ফিশিং বোটের মাধ্যমে মৎস্য ব্যবসার সাথে জড়িত।

একই সাথে তিনি একজন আয়কর প্রদানকারী লোক। তার উপর এসমন হামলার ঘটনা সত্যিই দুঃখ জনক। এদিকে হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ৯৫৯/৫৮ নং মামলা রজু করায় এবং নেজাম উদ্দিন নামের একজন আসামী আটক হওয়ায় আসামীরা বিভিন্ন পত্র-পত্রিকায় পুলিশ সদস্যদের কটাক্ষ করে বিবৃতি প্রদান করেছেন। যা সম্পূর্ণ অসত্য ও বানোয়াট।

এ ঘটনার নিন্দা জানিয়েছে সংগঠনের সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু কোং, মোঃ ছিদ্দিক কোং, আবু সোলতান কোং, মাহাবুবুল হক মুকুল, দেলোয়ার হোসেন, মোস্তাক আহমদ, অর্থ সম্পাদক শফিকুর রহমান, নুর মোহাম্মদ, আমির হোসেন আমির, আবদুল হক কোং, নজির হোসেন কোং, ফজল করিম, শওকতুল ইসলাম প্রমূখ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM