বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৯ অপরাহ্ন

টেকনাফে মাদক ব্যবসায়ী আটকের জেরে সংঘর্ষ; নিহত-১ আহত-৫

টেকনাফে মাদক ব্যবসায়ী আটকের জেরে সংঘর্ষ; নিহত-১ আহত-৫

অনলাইন বিজ্ঞাপন

প্রতিকী ছবি।

 

 

ওবাইদুর রহমার নয়ন, টেকনাফ

কক্সবাজারের টেকনাফে মাদক ব্যবসায়ীকে আটকের জের ধরে স্থানীয়দের সাথে বিজিবির সংঘর্ষের ঘটনায় এক রোহিঙ্গা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন। আহতদের উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাদের কক্সবাজার মেডিকেল কলেজে রেফার করা হয়।

নিহত ব্যক্তির নাম রফিক (৫১) । তিনি রোহিঙ্গা বলে জানা যায়। বুধবার (২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, তৌহিদুল ইসলাম, মো. ইসমাঈল, মো. উসমান, হাফেজ মুজিবুর রহমান ও জামাল হোছাইন।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলার লেদার এক মাদক কারবারীকে আটক করে বিজিবির একটি দল। এসময় স্থানীয়রা জড়ো হয়ে বিজিবি সদস্যদের ইট-পাটকেল ছুড়তে থাকে।মাইকে বিজিবির উপর হামলার জন্য লোকজনকে জড়ো হতে বলতে থাকে। স্থানীয়দের ছুঁড়া ইটের আঘাতে বিজিবির এক সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে বিজিবির সদস্যরা আত্মরক্ষার্থে গুলি করে। এ ঘটনায় এক রোহিঙ্গা নিহত হন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে লেদা বিজিবির তল্লাশি চৌকিতে স্থানীয় জাফর আলম নামের এক ব্যক্তিকে বিজিবি সদস্যরা আটক করে। এসময় জাফর আলমের প্রতিবেশীরা এগিয়ে এসে কেন তাকে আটক করা হয় তা জানতে চায়। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। পরে স্থানীয়রা জড়ো হয়। এক পর্যায়ে বিজিবির গুলিতে একজন নিহত হন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবাইর সৈয়দ বলেন, আমরা এখন ঘটনাস্থলে আছি। ঘটনার বিষয়ে পরে জানানো হবে বলে ফোন কেটে দেন তিনি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM