শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৪ পূর্বাহ্ন
সব সময় আল্লাহর ওপর নির্ভর করা মুমিনের কর্তব্য। কারণ তিনিই মানুষকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করতে পারেন। তাই রাসুল (সা.) মুসলিমদের ওপর কারো অত্যাচারের আশঙ্কা করলে একটি দোয়া পড়তেন। তা হলো-
اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِم، وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউজুবিকা মিন শুরুরিহিম।
অর্থ : হে আল্লাহ, আমরা আপনাকে তাদের গলদেশে রাখছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি।
হাদিস : আবু মুসা (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) যখন কোনো দলকে ভয় করতেন তখন তিনি উল্লিখিত দোয়াটি পড়তেন। (আবু দাউদ, হাদিস : ১৫৩৭)
তা ছাড়া রাসুল (সা.) যুদ্ধে বের হলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন। তখন তিনি একটি দোয়া বিশেষভাবে পাঠ করতেন।
তা হলো-
اللَّهُمَّ أَنْتَ عَضُدِي، وَأَنْتَ نَصِيرِي، بِكَ أَحُولُ وَبِكَ أَصُولُ، وَبِكَ أُقاتِلُ
উচ্চারণ : আল্লহুম্মা আনতা আদুদি, ওয়া আনতা নারিরি, বিকা আহুলু, ওয়া বিকা আসুলু, ওয়া বিকা উকাতিলু।
অর্থ : হে আল্লাহ, আপনি আমার শক্তি, আপনি আমার সাহায্যকারী। আপনারই সাহায্যে আমি বিচরণ করি। আপনার সাহায্যে আমি আক্রমণ করি এবং যুদ্ধ করি।
হাদিস : আনাস (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) যুদ্ধে গেলে উল্লিখিত দোয়া পড়তেন। (আবু দাউদ, হাদিস : ২৬৩২)
সূত্র-কালেরকণ্ঠ
মন্তব্য করুন