বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন

অধ্যাপক শামশুল আলম‘র হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে স্মারক লিপি প্রদান

অধ্যাপক শামশুল আলম‘র হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে স্মারক লিপি প্রদান

অনলাইন বিজ্ঞাপন

ফয়েজুল ইসলাম রানা, টেকনাফ

টেকনাফ ডিগ্রী কলেজের অধ্যাপক শামশুল আলম হত্যার খুনিদের গ্রেফতারের দাবীতে শিক্ষার্থী ও শিক্ষকদের পক্ষ থেকে টেকনাফ মডেল থানার ওসিকে স্মারক লিপি প্রদান করেছে। গত ২৮নভেম্বর দুপুরে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান খোন্দকারের অফিস কার্যালয়ে এসে তার নিকট এ স্মারক লিপি প্রদান করা হয় বলে টেকনাফ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ জয়নাল আবেদীন জানান।

উল্লেখ্য যে, গত ৩১/১০/২০১৪ ইং তারিখে নিজ এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী ও খুনী চক্রে হাতে নির্মম ভাবে নিহত হন টেকনাফ ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক শামশুল আলম। খুনীদের অবিলম্বে বিচার ও গ্রেফতারের দাবীতে গত ২/১১/১৪ইং তারিখে মৃত অধ্যাপক শামশুল আলমের স্ত্রী দিলসাদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং (০৪)৬৩৫ দায়ের করেন। কিন্তু দুঃখ জনক হলেও সত্য যে, এ রির্পোট লিখা পর্যন্ত কোন চিহ্নিত খুনীকে গ্রেফতার করা হয়নি। ফলে খুনীরা প্রকাশ্যে দিবা-লোকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে।

হত্যার এক বছর পার হলেও যেমনি খুনীদেরকে গ্রেফতার করা হয়নি তেমনি এখনো পর্যন্ত আদালতে র্চাজশীট দাখিল করা হয়নি। এতে খুনীরা আরও বেপোয়ারা হয়ে পড়েছে। এ ধরনের একটি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামীদেরকে গ্রেফতার না করায় এলাকায় গুঞ্জন শুরু হয়েছে। কেন খুনীদেরকে গ্রেফতার করা হচ্ছেনা? এলাকাবাসীর ও শিক্ষক, শিক্ষার্থীদের প্রশ্ন।

এ ব্যাপারে টেকনাফ ডিগ্রী কলেজের সকল শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীগণ অনতি বিলম্বে চিহ্নিত সন্ত্রাসী ও খুনীদেরকে গ্রেফতার করে শাস্তি প্রদানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সচিব, আইজিপি, ডিআইজি, এসপি, এসপি সার্কেলের প্রতি আহবান জানিয়েছেন এবং অনুলিপি প্রেরণ করেছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM