বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৮ অপরাহ্ন

টেকনাফে আ’লীগের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

টেকনাফে আ’লীগের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

অনলাইন বিজ্ঞাপন

ছবি-আলোকিত কক্সবাজার।

 

 

 

শেখ রাসেল, টেকনাফ।।

দেশব্যাপী বিএনপি সংঘটিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

রবিবার (৩০ জুলাই) বিকাল ৩টা টেকনাফ উপজেলা শাপলা চত্বর থেকে মিছিলটি বের হয় প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় শাপলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

 

এসময় আওয়ামী লীগের নেতারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে আন্দোলন ও সমাবেশের নামে সহিংসতা করলে বিএনপিকে উপযুক্ত জবাব দেওয়া হবে। বিএনপি ১৪ সালে নির্বাচনী পরবর্তী সময়ে সারাদেশে যেভাবে জ্বালাও পোড়াও করেছিল ঠিক তেমনিভাবে তারা এখন আবার দেশের পরিস্থিতি ঘোলাটে করার জন্য আবার নীল নকশা শুরু করেছে, কিন্তু বাংলাদেশের মানুষ এখন সচেতন।এবং তারা তাদের নীলনকশাকে প্রতিহত করার জন্য সর্বদা বাংলার সাধারণ মানুষের নিরাপত্তার জন্য মাঠে ছিলেন এবং থাকবেন বলে যানান৷

 

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ, টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাবেদ ইকবাল চৌধরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল কবির, সাবরাং ইউনিয়ন আওয়মীলীগ সভাপতি সোনা আলী, বাহাড়ছড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাইফুল্লাহ কোম্পানি, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোলতান মাহমুদ, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না, পৌঃ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহিন ও সাধারণ সম্পাদক ইব্রাহিম বাবুল প্রমূখ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM