বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৯ অপরাহ্ন
ছবি-ইয়াবাসহ আটক এমরান।
সাইফুল ইসলাম।।
কক্সবাজার পৌরসভার কুতুবদিয়াপাড়ায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ এমরান (২২) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫। ২৬ জুলাই বিকেল সাড়ে চারটার দিকে তাকে আটক করা হয়।
আটক এমরান মধ্যম কুতুবদিয়াপাড়া এলাকার আবদুস সালামের ছেলে।
র্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে পৌরসভার ১নং ওয়ার্ডস্থ মধ্যম কুতুবদিয়া পাগর বায়তুর শরফ জামে মসজিদের সামনে কতিপয় ব্যক্তি ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সাড়ে চারটার দিকে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে র্যাব।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এমরানকে আটক করা হয়। পরে তার দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটক এমরান দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে।
মন্তব্য করুন