শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন

কক্সবাজার আসছেন রাষ্ট্রপতি

কক্সবাজার আসছেন রাষ্ট্রপতি

অনলাইন বিজ্ঞাপন

ফাইল ছবি-রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

 

 

সাইফুল ইসলাম।।

আগামী ৩০ জুলাই কক্সবাজার সফরে আসছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এসময় তাঁর পরিবারের সদস্যরা সফর সঙ্গী হিসেবে থাকবেন।

কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত) মোঃ রাইসুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এটি মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ব্যক্তিগত সফর। ২৯ জুলাই তিনি বান্দরবান সফর করবেন। পরের দিন ৩০ জুলাই কক্সবাজার আসবেন। কক্সবাজারে সাগরতীরের একটি হোটেলে স্বপরিবারে অবস্থান করবেন তিনি। এবং রামুর বৌদ্ধ বিহার, মেরিন ড্রাইভ, টেকনাফের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করতে পারেন। রাষ্ট্রপতির নির্ধারিত কোন অনুষ্ঠান না থাকলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রপতির সম্মানে পারিবারিক সদস্যদের জন্য এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার প্রস্তুতি নেয়া হয়েছে। ৩১ জুলাই বিকেলে কক্সবাজার ত্যাগ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নির্বাচিত হওয়ার পর নিজ জেলা পাবনার পরে জেলা পর্যায়ে কক্সবাজার প্রথম রাত্রিযাপন করবেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM