সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন
ওয়াহিদুর রহমান রুবেল
কক্সবাজারের উখিয়ার মনখালীতে প্রশিক্ষণ ফায়ারিং এর সময় ১ সেনা সদস্য নিহত ও ৩ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে এ দূর্ঘটনা ঘটেছে। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামু ৫৮ ইসিবির লে:কর্ণেল ইমরান আহমদ চৌধুরী জানান, মনখালীতে গত ১ সপ্তাহ ধরে প্রশিক্ষণ ফায়ারিং চলছিল। আজ সন্ধ্যায় রাত্রিকালীন প্রশিক্ষণের সময় বিমান বিধ্বংসী কামানের গোলা ব্লাস্ট হলে ৪ জন সেনা সদস্য গুরুতর আহত হয়।
সেনাবাহিনীর অন্যন্য সদস্যরা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে আহত কর্পোরাল ইব্রাহীম খলিল পথের মধ্যে নিহত হয়। আহত অন্যন্যদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, সার্জেন্ট হুমায়ুন(৪৩)। তিনি গাজীপুর রাজেন্দ্রপুর সেনা নিবাসের সদস্য। এছাড়া রামু ৫৮ ইসিবি’র ল্যান্স কর্পোরাল হাবিবুর রহমান(৪০) এবং সৈনিক রাশেল(৩১)।
মন্তব্য করুন