বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৬ অপরাহ্ন

প্রেমিকা ও বউ হয়ে অভিনয় করতে চাই না

প্রেমিকা ও বউ হয়ে অভিনয় করতে চাই না

অনলাইন বিজ্ঞাপন

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবি : সংগৃহীত

 

আশনা হাবিব ভাবনা অভিনীত ‘দামপাড়া’ সিনেমাটি সেন্সর পেয়েছে। এ ছবিতে যুদ্ধের সময়ের এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাকে। এ ছাড়াও ‘এক্সকিউজ মি’ নামে একটি সিনেমার কাজ শুরু করেছেন এই অভিনেত্রী। ছবিটি পরিচালনা করেছেন রায়হান খান। এতে ভাবনার বিপরীতে থাকবেন অভিনেতা জিয়াউল রোশান।

সিনেমায় নিজের চরিত্র নির্বাচনের বিষয়ে ভাবনা বলেন, ‘আমি এর স্ত্রী, তার প্রেমিকা– এ ধরনের চরিত্রে অভিনয় করতে আগ্রহী নই। আমার নিজের চরিত্রের দাম না থাকলে সেই চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। আমি এমন চরিত্রে অভিনয় করতে চাই, যেখানে আমার ভূমিকা আছে এবং সেই গল্পে আমি গুরুত্বপূর্ণ। শুধু প্রেমিকা ও বউ হয়ে অভিনয় করতে চাই না।’

ভাবনা আরও বলেন, ‘এক্সকিউজ মি’র গল্পটা খুবই ওমেন ওরিয়েনটেড। এতে আমার অভিনীত ‘পায়েল’ চরিত্রে কাজ করার অনেক জায়গা আছে। মোটকথা সিনেমার গল্প আমার পছন্দ হয়েছে। সবকিছু মিলিয়ে এ কাজে রাজি হয়েছি।’

অভিনয়ের পাশাপাশি সময় পেলেই ছবি আঁকতে বসেন ভাবনা। এক্সকিউজ মির শুটিংয়ের মাঝেও ছবি এঁকেছেন তিনি। ভাবনার ভাষ্য, ‘আঁকাআঁকি আমার ভালো লাগে। নিজেকে ব্যস্ত রাখতেই সৃজনশীল কাজগুলো করি।’

সূত্র-কালবেলা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM