বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন

নির্বাচন পেছানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন : হানিফ

নির্বাচন পেছানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন : হানিফ

অনলাইন বিজ্ঞাপন

 আলোকিত কক্সবাজার ডেক্স
শর্তসাপেক্ষে বিএনপির পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘ঘোষিত তফসিল অনুযায়ী-ই পৌর নির্বাচন হওয়ার কথা। তবে নির্বাচন পেছানো বা আগানোসহ নির্বাচন সংক্রান্ত যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কমিশন যেটা যৌক্তিক মনে করবে, সেটাই করবে।’ কুষ্টিয়া মহাশ্মশান মন্দির প্রাঙ্গণে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শনিবার দুপুরে মাহবুব-উল আলম হানিফ এ সব কথা বলেন।পৌর নির্বাচনের প্রচারণায় সংসদ সদস্যদের অংশ নেওয়ার বিষয়ে হানিফ বলেন, ‘দলীয় নির্বাচনে নির্দলীয় আচরণ হতে পারে না। আমরা নির্বাচন কমিশনকে জানাব, দলীয় নির্বাচন দলীয়ভাবেই করা হোক। সংসদ সদস্যদের স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের কাছে দায় আছে। সেই দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হোক।’

তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন জোটগতভাবে নয়, দলীয়ভাবে করার সিদ্ধান্ত হয়েছে।’

পুরান ঢাকার হোসেনী দালানের পর বগুড়ার শিয়া মসজিদে হামলার বিষয়ে মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের শুরু থেকেই জামায়াত-বিএনপি সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড করে আসছে। এ সব করে ব্যর্থ হয়ে তারা গুপ্তহত্যা, হামলা চালাচ্ছে।’

তিনি বলেন, ‘এরই মধ্যে জড়িতদের শনাক্ত করা হয়েছে। কয়েকজনকে আটকও করা হয়েছে। এদের শাস্তির আওতায় আনার মধ্য দিয়ে এ সব গুপ্তহত্যা বা হামলা বন্ধ হয়ে যাবে।’

এ সময় কুষ্টিয়ার কুমারখালী-খোকসা আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুর রউফসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট অনুপ কুমার নন্দীর সভাপতিত্বে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাহবুব-উল আলম হানিফ। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ বদরুদ্দোজা, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

দ্য রিপোর্ট


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM