সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত
ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে স্বল্প রানের মধ্যে আটকে দিয়েছিল বাংলাদেশ। টাইগার বোলারদের বোলিং নৈপুণ্যে ভারতে মাত্র ২১১ রানে অলআউট করে বাংলাদেশ। তবে সেই রানই করতে পারেনি বাংলাদেশ।
ব্যাটারদের ব্যর্থতায় ৫১ রানে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় বাংলাদেশ। ২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৬০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার নাইম শেখ ও তানজিদ তামিম। উদ্বোধনী জুটিতে ৭০ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার।
সাবলীল ব্যাটিংয়ে অর্ধশতক পূরণ করেন নাইম। তবে ৫৬ বলে ৫১ রান করে নাইম আউট হলে ব্যাটিং ধ্বস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনে।
দলীয় ৯৪ রানে ৪০ বলে ৩৮ রান করে সাজঘরে ফিরে যান তামিম। এরপর দলীয় ১০০ থেকে ১৩৪ রানের মধ্যে ৪ ব্যাটারকে হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
এরপর কোন ব্যাটার দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ৩৪ ওভার ২ বলে ১৬০ রানে অলআউট হয় বাংলাদেশ। ভারতের পক্ষে নিশান্ত সিন্ধু ৫টি ও মানভ সুথার নেন ৩টি উইকেট।
সূত্র-ইত্তেফাক।
মন্তব্য করুন