শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৪ পূর্বাহ্ন
ছবি- বিদেশী মদসহ আটক করিম।
শেখ রাসেল, টেকনাফ
কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যংএ অভিযান চারিয়ে যাত্রীবাহী একটি পরিবহণ থেকে বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(২১ জুলাই) দুপুর ২ টায় হোয়াইক্যং হাইওয়ে থানার পুলিশ এএসআই সোহেল রানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক পাচারের অভিযোগে আব্দুল করিম নামে এক যুবককে আটক করা হয়।
তিনি টেকনাফ পৌরসভার কলেজ পাড়া ৬ নং ওয়ার্ডের শামসুল আলমের ছেলে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যাত্রীবাহী পরিবহণে করে মাদকের একটি চালান কক্সবাজারের দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে কক্সবাজার -টেকনাফ সড়কের হোয়াইক্যং এলাকায় পালকি পরিবহণ নামে একটি যাত্রীবাহী বাস (কক্সবাজার জ-১১ ০২০৫) তল্লাশি চালিয়ে ১২ বোতল বিদেশি মদ (গ্র্যান্ড মাস্টার হুইস্কি) উদ্ধার করা হয়। এ সময় আব্দুল করিমকে আটক করা হয়।
হোয়াইক্যং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, মাদকের বিরুদ্ধে আমরা সব সময় তৎপর রয়েছি।
মন্তব্য করুন