শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৯ পূর্বাহ্ন
ছবি-ইয়াবাসহ আটক হেলাল।
শেখ রাসেল, টেকনাফ।।
কক্সবাজারের টেকনাফে ২৩ হাজার ৬ শত পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব -১৫) এর সদস্যরা। মঙ্গলবার (১৮ জুলাই) হোয়াইক্যং সাতঘরিয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আরো এক মাদক কারবারি পালিয়ে যায়।
আটক ব্যক্তি উপজেলার হোয়াইক্যং ইউপির ঝিমংখালী এলাকার বাসিন্দা মৃত আবুল মঞ্জুরের ছেলে মোঃ হেলাল উদ্দিন।
র্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল’ এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী এক প্রেস বিজ্ঞাপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সাতঘরিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে একজন মাদক কারবারিকে আটক করে।
পরে আটক ব্যক্তির স্বীকারোক্তি মোতাবেক তার ঘরের শয়নকক্ষে তল্লাশি করে ২৩ হাজার ৬ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
মন্তব্য করুন